ন্যাশনাল হেলথ মিশনের আওতায় পশ্চিমবঙ্গে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একটি জেলার অন্তর্গত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে এই নিয়োগটি করা হবে।
রাজ্যের অন্তর্গত সমস্ত জেলা থেকেই নারী-পুরুষ নির্বিশেষে সকল চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনাদের সুবিধার্থে নিচে আবেদনের লিংকটি দেওয়া হল, সেখান থেকে আপনারা সহজেই আবেদন করতে পারবেন।
ন্যাশনাল হেলথ মিশনের আওতায় আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা, বেতন, শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিজের প্রতিবেদনে আলোচনা করা হলো।
National Health Mission Recruitment
নোটিশ নম্বরঃ HFW-45025(99)/731/2022/5827
নোটিশ প্রকাশের তারিখঃ 23.08.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নামঃ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট (Clinical Phycologists)
বেতনঃ প্রতিমাসে 30,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সাইকোলজি কিংবা ক্লিনিক্যাল সাইকোলজি কিংবা অ্যাপ্লাইড সাইকোলজিতে মাস্টার ডিগ্রী পাশ করে থাকতে হবে।
বয়সসীমাঃ 01.01.2022 তারিখ অনুযায়ী আবেদন প্রার্থীর বয়স 40 বছরের মধ্যে হতে হবে।
মোট শূন্যপদঃ 8 টি।
(2) পদের নামঃ সাইকাট্রিক সোসাল ওয়ার্কার (Psychiatric Social Worker)
বেতনঃ প্রতিমাসে 30,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সোশ্যাল ওয়ার্কারে মাস্টার ডিগ্রী পাশ করে থাকতে হবে এবং যথেষ্ট অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ 01.01.2022 তারিখ অনুযায়ী আবেদন প্রার্থীর বয়স 40 বছরের মধ্যে হতে হবে।
মোট শূন্যপদঃ 1 টি।
(3) পদের নামঃ সাইকাট্রিক নার্স (Psychiatric Nurse)
বেতনঃ প্রতিমাসে 25,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সাইকাট্রিক নার্সিং এ B.sc/M.sc ডিগ্রী পাশ করে থাকতে হবে।
বয়সসীমাঃ 01.01.2022 তারিখ অনুযায়ী আবেদন প্রার্থীর বয়স 40 বছরের মধ্যে হতে হবে।
মোট শূন্যপদঃ 1 টি।
নিয়োগ পদ্ধতিঃ
নিম্নলিখিত পর্যায়ে প্রার্থীদের নিয়োগ করা হবে।
- শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বর
- কাজের অভিজ্ঞতা।
- ইন্টারভিউ।
আবেদন পদ্ধতিঃ
এখানে আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। অনলাইন ছাড়া অন্য কোন মাধ্যমে আবেদন করা যাবে না।
নিচে দেওয়া আবেদন করার লিংক থেকে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
সবার প্রথমে নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
এরপরে আবেদন পত্রটি পূরণ করতে হবে এবং তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
সবশেষে আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
👍 নিচের দেওয়া লিংকে ক্লিক করে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিজের মোবাইলে ডাউনলোড (PDF Notice Download) করে আরো বিস্তারিত জানতে পারবেন।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট।
- বয়সের প্রমাণপত্র।
- অভিজ্ঞতার প্রমাণপত্র (প্রযোজ্য হলে)।
- কাস্ট সার্টিফিকেট। (যদি থাকে)
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) | |
নোটিশ প্রকাশ | 17.08.2022 |
আবেদন শুরু | 17.08.2022 |
আবেদন শেষ | 07.09.2022 |
👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇