কেন্দ্রীয় সরকারের টেক্সটাইল অর্থাৎ বস্ত্র দফতরের অধীনস্থ National Handloom Development Corporation Limited এ তিন ধরনের শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে পদ গুলির ব্যাপারে বিস্তারিত জেনে নিন। তারপর অনলাইনে আবেদন করুন।
নোটিশ নং – NHDC/HR/RE/23/3
নোটিশ প্রকাশ – 15-04-2023
1. পদের নাম- সিনিয়র ম্যানেজার / Sr. Manager (F&A)
শূন্যপদ – 1 টি।
যোগ্যতা – আবেদন করার জন্য প্রার্থীদের চার্টার্ড অ্যাকাউন্টটেন্ট এবং ফিনান্সে MBA ডিগ্রি থাকতে হবে। সাথে 12 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে। কম্পিউটার দক্ষতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা – সর্বোচ্চ 45 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম – মাসিক 70000-200000 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।
2. পদের নাম- কোম্পানি সেক্রেটারি / Company Secretary
শূন্যপদ – 1 টি।
যোগ্যতা – এখানে আবেদন করতে হলে, Associate Company Secretary-ship এবং Law এর ডিগ্রি থাকতে হবে। সাথে 8 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে। কম্পিউটার দক্ষতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা – সর্বোচ্চ 40 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম – মাসিক 50000-160000 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।
3. পদের নাম- জুনিয়র অফিসার / Junior Officer
শূন্যপদ – 12 টি।
যোগ্যতা – এখানে আবেদন করতে হলে, যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে। ইংরেজিতে 40 wpm টাইপিং স্পিড থাকতে হবে। সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। হিন্দিতে টাইপিং জানলে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা – সর্বোচ্চ 25 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম – মাসিক 20000-70000 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।
নিয়োগ পদ্ধতি
পদ 1 এবং 2 এর ক্ষেত্রে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। 3 নং পদের জন্য গ্রুপ ডিসকাশন এবং টাইপিং টেস্ট নেওয়া হবে।
আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য www.nhdc.org.in লিঙ্কে ক্লিক করে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করে, আবেদন মূল্য দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।
আবেদন করার অফিসিয়াল Direct Link নিচে দেওয়া হয়েছে। ওই লিংকে ক্লিক করলেই সরাসরি আবেদন প্রক্রিয়া শুরু করা যাবে।
আবেদনের ফি
UR, OBC, EWS প্রার্থীদের জন্য 500 টাকা আবেদন মূল্য রাখা হয়েছে।
আবেদনের সময়সীমা
আবেদনের শেষ দিন 15/05/3023 অর্থাৎ ১৫ মে ২০২৩ তারিখ।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇
- গ্রুপ-সি জুনিয়র ক্লার্ক, সিনিয়র ক্লার্ক, হেড ক্লার্ক নিয়োগ
- রাজ্যে এই সমস্ত নিয়োগ নিয়ে ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী মমতা
- ভারতের নৌ বাহিনীতে নতুন নিয়োগ
- এয়ারপোর্টে জুনিয়র কনসালটেন্ট এর চাকরি