দুর্গাপুরে গেস্ট কোচ নিয়োগ, লিখিত কোনো পরীক্ষা ছাড়া চাকরি- 175 টাকা প্রতি ঘন্টায় বেতন পাওয়া যাবে

NIT Durgapur Guest Coach Recruitment

দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (NIT দুর্গাপুর) থেকে গেস্ট কোচ নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে বিভিন্ন খেলার সাথে যুক্ত কোচ হিসেবে ছেলে এবং মেয়েদের নিয়োগ করা হবে। 

প্রথমেই জানিয়ে রাখছি, এই চাকরিটি সকলের জন্য নয়। তাই আজকের এই নিয়োগের চাকরির জন্য কি যোগ্যতা লাগবে, বয়সসীমা কত থাকতে হবে, কিভাবে নিয়োগ করা হবে, শূন্যপদ কয়টি রয়েছে ইত্যাদি নিয়োগের তথ্য গুলি ভালো করে জেনে ও বুঝে নেন।

NIT Durgapur Guest Coach Recruitment

NIT Durgapur Guest Coach Recruitment

নোটিশ এডভার্টাইজমেন্ট নম্বর: NITD/SAC/G-Coach/2022-23/01

নোটিশ প্রকাশের তারিখ: 20.09.2022

গেস্ট কোচ নিয়োগ এর বিস্তারিত তথ্য:

পদের নাম: গেস্ট কোচ (Guest Coach)

বেতন:  প্রতি ঘন্টায় 175 টাকা করে বেতন দেওয়া হবে।

বয়সসীমা: আবেদনকারীর বয়স ১৮ বছরের বেশি থাকতে হবে। 

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউশন থেকে কোচিংয়ে ডিপ্লোমা করতে হবে অথবা প্রফেশনাল লেভেলের কোচিং কোর্স করতে হবে অথবা ইন্টারন্যাশনাল/ ন্যাশনাল লেভেলের নির্দিষ্ট খেলায় অংশগ্রহণ করে থাকতে হবে। 

শূন্যপদ: মোট 22 টি শূন্যপদ রয়েছে। পুরুষ-11 টি এবং মহিলা 11 টি। 

নিয়োগ প্রক্রিয়া: সরাসরি ইন্টারভিউ (Walk-in- Interview)-এর মাধ্যমে নিয়োগ করা হবে। কোন প্রকারের লিখিত পরীক্ষা নেওয়া হবে না। 

ইন্টারভিউ এর তারিখ: 28.09.2022

ইন্টারভিউ এর সময়: সকাল 11.00 টার সময় থেকে ইন্টারভিউ শুরু হবে। 

ইন্টারভিউ এর স্থান: ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুর এর স্টুডেন্ট অ্যাক্টিভিটি সেন্টার (Student Activity Centre)-এ ইন্টারভিউ হবে। 

ইন্টারভিউয়ের জন্য আবেদন প্রক্রিয়া:

আবেদনকারীকে একটি সাদা কাগজে অ্যাপ্লিকেশন বা দরখাস্ত লিখতে হবে। 

সেই অ্যাপ্লিকেশনের সাথে দরকারি সমস্ত ডকুমেন্ট যেমন শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, অন্যান্য অভিজ্ঞতার সার্টিফিকেট এবং একটি পাসপোর্ট সাইজ ছবি অ্যাপ্লিকেশনের উপরের ডানদিকে কর্নারে লাগিয়ে দিয়ে ইন্টারভিউ এর দিন উপস্থিত হতে হবে।

আবেদন ফি: এখানে আবেদন করার জন্য কোন টাকা লাগছে না। 

👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Join Kajkarmo Telegram.jpeg

Important Links:  👇👇

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

🔽 অফিসিয়াল নোটিশঃ Download

▶️ ডেইলি Job আপডেটঃ Job Update