রাজ্যে প্যারা লিগাল ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হল। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের একটি জেলাতে নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আশা করা যায় আগামী দিনে আরো অন্যান্য জেলাতেও নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে যাবে।
এই প্যারা লিগাল ভলেন্টিয়ার পদে চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, কোন জেলায় নিয়োগ করা হবে, শূন্যপদের বিন্যাস কি রকম রয়েছে, বেতন কত এবং কিভাবে দেওয়া হবে, কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছুই নিচে এক এক করে জানানো হলো।
Para legal Volunteer Recruitment in Bankura
প্যারা লিগাল ভলেন্টিয়ার নিয়োগের বিস্তারিত তথ্য (Para legal Volunteer Recruitment Details)
নোটিফিকেশন নম্বর: 83/DLSA
নোটিশ প্রকাশের তারিখ: 21.12.2022
আবেদনের মাধ্যম: অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম:
প্যারা লিগাল ভলেন্টিয়ার (Para legal Volunteer)
বেতন:
প্রতিদিন হিসেবে 500 টাকা।
শিক্ষাগত যোগ্যতা:
উচ্চ মাধ্যমিক পাস (HS Pass) হলেই আবেদন করা যাবে।
শূন্যপদ:
মোট 45 টি শুন্যপদে নিয়োগ করা হবে।
বয়সসীমা:
১৮ বছরের বেশি বয়স হলেই আবেদন করতে পারা যাবে।
নিয়োগের স্থান:
বাঁকুড়া জেলার বিভিন্ন মহকুমা অর্থাৎ সাব ডিভিশনের অধীনে বিভিন্ন ব্লকে নিয়োগ করা হবে।
যে সমস্ত সাব ডিভিশনে নিয়োগ করা হবে:
- বাঁকুড়া সদর সাব ডিভিশন
- খাতরা সাব ডিভিশন
- বিষ্ণুপুর সাব ডিভিশন
Note: এই তিনটি সাব ডিভিশনের অধীনে কোন কোন ব্লকে নিয়োগ করা হবে এবং ব্লক অনুযায়ী শূন্য পদের সংখ্যা জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন। নিচের দেওয়া লিংকে ক্লিক করে নিয়োগের বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবেন। বিজ্ঞপ্তির প্রথম পেজে এই বিষয়ে বিস্তারিত তথ্য রয়েছে।
নিয়োগ প্রক্রিয়া:
- ইন্টারভিউ/পার্সোনালিটি টেস্টের মাধ্যমে আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে।
- বাঁকুড়া জেলার DLSA এর সিলেকশন কমিটি সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করবে।
আবেদন প্রক্রিয়া:
(1) অফিসিয়াল বিজ্ঞপ্তির একেবারে শেষের পেজে থাকা আবেদনপত্রটি ফিলাপ করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।
(2) নিচের লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং আবেদন করার ফর্মটি ডাউনলোড করতে হবে।
(3) অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করার পর সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে।
(4) ফর্ম পূরণ করা হয়ে গেলে তার সাথে দরকারি সমস্ত ডকুমেন্টসের জেরক্স জুড়ে দিয়ে একটি খামে ভর্তি হবে এবং নিচের ঠিকানায় সেটি পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
“The Chairman, District Legal Service Authority, Bankura”. Address:- ADR Building, District Judges’ Court Compound, Bankura, Pin- 722101.
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
নোটিশ প্রকাশ | 21.12.2022 |
আবেদন শুরু | 21.12.2022 |
আবেদন শেষ | 20.01.2023 |
বিঃদ্র: নতুন কোনো চাকরির আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মেসেজটি প্লিজ Ignore করুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
✅ অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
✅ অফিসিয়াল নোটিশ | Download |
✅ ডেইলি চাকরির আপডেট | Job Update |
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 রাজ্যে প্যারা টিচারদের বেতন কত?