পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে পিওন নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের দক্ষিন ২৪ পরগণা জেলার মন্ডল কর্যালয়ের অধীনে বিভিন্ন শাখাগুলিতে এই ব্যাংক পিওন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
এই চাকরির বিজ্ঞপ্তিটি সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পরেই আমরা এই বিষয়ে আপনাদের জানাচ্ছি। কারা কারা এই চাকরির জন্য আবেদন করতে পারবে, শুন্যপদ কয়টি আছে, কিভাবে আবেদন করতে হবে জানার জন্য প্রতিবেদনটি পড়ুন।
নোটিশ নম্বরঃ PNB/CO24P/HRD/ADV/1/22
নোটিশ প্রকাশের তারিখঃ 04.03.2022
পদের নামঃ পিওন (Peon)
শুন্যপদঃ 15 টি (SC-3, ST-1, OBC-3, UR-6, EWS-2)
বয়সঃ 01.01.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয় হতে হবে 18 থেকে 24 বছর। ST, SC, OBC শ্রেনিরা বয়সের ছাড় পাবে।
শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। সেইসাথে ইংরেজি পড়তে এবং লিখতে পারতে হবে।
বিশেষ যোগ্যতাঃ আবেদনকারীকে অবশ্যই দক্ষিণ ২৪ পরগনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
আবেদন প্রক্রিয়াঃ
Annexure 1 দরখাস্ত ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। ঐ ফর্মটি দক্ষিন ২৪ পরগনা জেলা মন্ডলের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখা গুলিতে পাওয়া যাবে। ফর্ম তুলে সেটি ফিল করতে হবে। তারপর ফর্মের সাথে দরকারি ডকুমেন্টের জেরক্স জুড়ে দিয়ে একটি খামে ভরে ব্যাংকে জমা করতে হবে। খামের উপর লিখতে হবে- ‘সাব অর্ডিনেট ক্যাডারে পিওন পদের জন্য দরখাস্ত ২০২১-২২’।
দরখাস্ত ফর্মের সাথে যেসমস্ত ডকুমেন্ট দিতে হবেঃ
(1) পাসপোর্ট সাইজের ছবি
(2) বাসিন্দা প্রমানপত্র
(3) বয়সের প্রমাপত্র
(4) পরিচয়পত্র ও ঠিকানার প্রমান (আঁধার কার্ড ও ভোটার কার্ড)
(5) উচ্চমাধ্যমিকের মার্কশীট এবং সার্টিফিকেট
(6) স্কুল বা কলেজ লিভিং সার্টিফিকেট
(7) কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য হলে)
(8) এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন
আবেদনের দরখাস্ত পাঠাবার ঠিকানাঃ
সহকারী মন্ডল প্রমুখ (এইচআর), পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সার্কল অফিস, দক্ষিণ ২৪ পরগনা, পদ্মপুকুর মোড়, বারুইপুর, কোলকাতা-৭০০১৪৪।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 04.03.2022 |
আবেদন শুরু | 04.03.2022 |
আবেদন শেষ | 11.03.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-
- রিজার্ভ ব্যাংকে গ্রুপ-C আসিস্ট্যান্ট নিয়োগ
- রাজ্যের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে গ্রুপ-D সুইপার পদে চাকরি
- ডিসট্রিক্ট হেলথ ওয়েলফেয়ার সমিতিতে নিয়োগ