পাঞ্জাব ন্যাশনাল (PNB) ব্যাংকে মোটা মাইনের বেতনের কর্মী নিয়োগের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতীয় নাগরিক হলেই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের যেকোনো জেলার ছেলে-মেয়ে সকলেই আবেদন করতে পারবে।
এটি অল ইন্ডিয়া চাকরির ভ্যাকান্সি। তাই যারা ব্যাংকের চাকরির করতে ইচ্ছুক এবং যারা ব্যাংকের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য এটি একটি ভালো সুযোগ হতে চলেছে।
এখন প্রশ্ন হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কি থাকলে এই চাকরি পাওয়া যাবে, মাসিক বেতন কত দেওয়া হবে এবং কিভাবে আবেদন করতে হবে।
নিচে একে একে এই সমস্ত প্রশ্ন তথা নিয়োগের বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হয়েছে।
যেসমস্ত পদে নিয়োগ করা হবেঃ
(1) Manager (Risk)
(2) Manager(Credit)
(3) Senior Manager (Treasury)
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নাম- Manager (Risk)
বেতন- প্রতি মাসে 48,170 থেকে 69,810 টাকা
বয়সসীমা- এই পদের জন্য আবেদনকারীর বয়স হতে হবে 25 থেকে 35 বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা- চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়ার যেকোনো প্রতিষ্ঠান থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (Chartered Accountant- CA) এর কোর্স করতে হবে অথবা Cost Accountants of India এর যেকোনো প্রতিষ্ঠান থেকে Management Accountant- CMA এর কোর্স করতে হবে।
শুন্যপদ- 40 টি
(2) পদের নাম- Manager(Credit)
বেতন- প্রতি মাসে 48,170 থেকে 69,810 টাকা
বয়সসীমা- এই পদের জন্য আবেদনকারীর বয়স হতে হবে 25 থেকে 35 বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা- চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়ার যেকোনো প্রতিষ্ঠান থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (Chartered Accountant- CA) এর কোর্স করতে হবে অথবা Cost Accountants of India এর যেকোনো প্রতিষ্ঠান থেকে Management Accountant- CMA এর কোর্স করতে হবে।
শুন্যপদ- 100 টি
(3) পদের নাম- Senior Manager (Treasury)
বেতন- প্রতি মাসে 63,840 থেকে 78,230 টাকা
বয়সসীমা- এই পদের জন্য আবেদনকারীর বয়স হতে হবে 25 থেকে 37 বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা- চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়ার যেকোনো প্রতিষ্ঠান থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (Chartered Accountant- CA) এর কোর্স করতে হবে অথবা Cost Accountants of India এর যেকোনো প্রতিষ্ঠান থেকে Management Accountant- CMA এর কোর্স করতে হবে অথবা CFA Institute (USA) থেকে Chartered Financial Analyst (CFA) এর কোর্স করা থাকতে হবে।
শুন্যপদ- 5 টি
মোট শুন্যপদঃ 145 টি
বয়সের ছাড়ঃ
- ST, SC- 5 বছর
- OBC- 3 বছর
- PWBD- 10 বছর
নিয়োগ প্রক্রিয়াঃ অনলাইন লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।
অনলাইন লিখিত পরীক্ষার সিলেবাসঃ
অনলাইন লিখিত পরীক্ষার সেন্টারঃ
সারা ভারতের বিভিন্ন রাজ্যে এই চাকরির পরীক্ষার সেন্টার রয়েছে। নিচে শুধুমাত্র পশ্চিমবঙ্গের পরীক্ষার সেন্টার গুলির নাম উল্লেখ করা হল।
পরীক্ষার সেন্টারের সম্পুর্ন লিস্ট দেখতে নিচের লিংকে ক্লিক করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করুন। ১২ নম্বর পেজে দেওয়া রয়েছে।
পশ্চিমবঙ্গের- আসানসোল, দূর্গাপুর, গ্রেটার কোলকাতা, কল্যাণী এবং শিলিগুড়ি- তে পরীক্ষার সেন্টার রয়েছে।
আবেদন প্রক্রিয়াঃ
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু হয়েছে 22 এপ্রিল তারিখ থেকে এবং চলবে 7 মে তারিখ পর্যন্ত।
আবেদনকারীদের সুবিধার জন্য নিচে আবেদন করার অফিসিয়াল লিংক দেওয়া রয়েছে। ঐ লিংকে ক্লিক করে আবেদনকারী তার তথ্য পূরন করে আবেদন করতে পারবে।
আবেদন ফিঃ
- SC/ST/PWBD শ্রেনির প্রার্থীদের আবেদন ফি লাগবে- 50 টাকা+GST
- বাকি শ্রেনিদের ক্ষেত্রে আবেদন ফি লাগবে- 850 টাকা+GST
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 22.04.2022 |
আবেদন শুরু | 22.04.2022 |
আবেদন শেষ | 07.05.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-
- ক্যাশ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে চাকরি
- ভারতের রিজার্ভ ব্যাংকে গ্রুপ-B কর্মী নিয়োগ
- রাজ্যে গ্রুপ-D অর্ডারলি পদে নিয়োগ