জেলা সার্কেলে গ্রুপ-D পদে চাকরি, 28 হাজার টাকা পর্যন্ত মাসিক বেতন

PNB Murshidabad Circle Group D Peon Recruitment

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মুর্শিদাবাদ সার্কেলে গ্রুপ-D পিয়ন পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এই পিয়ন পদে নিয়োগ হয়ে গিয়েছে। আমরা সেইসমস্ত নিয়োগের বিষয়েও জানিয়েছি।

আপনি যদি আমাদের ওয়েবসাইটের নিয়মিত ভিজিটার হয়ে থাকেন তবে আপনার সেই সমস্ত নিয়োগের বিষয়ে জানা থাকবে।

আজকের মুর্শিদাবাদ সার্কেলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে পিয়ন নিয়োগের সমস্ত খুটিনাটি বিষয়গুলি জানান দেওয়া হবে। আবেদন করার আগে অবশ্যই আবেদন করার প্রক্রিয়া সহ নিয়োগের সমস্ত কিছুই ভালোভাবে জেনে তারপর আবেদন করতে হবে। 

PNB Murshidabad Circle Group D Peon Recruitment

পদের নামঃ  পিয়ন (Peon) 

বেতনঃ  প্রতি মাসে 14,500 টাকা থেকে 28,145 টাকা করে বেতন দেওয়া হবে।  

বয়সঃ  01.01.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 18 থেকে 24 বছরের মধ্যে থাকতে হবে।

বয়সের ছাড়ঃ  ST, SC শ্রেনিরা ৫ বছরের এবং OBC শ্রেনিরা ৩ বছরের বয়সের ছাড় পাবেন।  

শিক্ষাগত যোগ্যতাঃ  উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। সেইসাথে ইংরেজি লিখতে এবং পড়তে পারতে হবে। 

বিশেষ যোগ্যতাঃ  আবেদনকারীকে অবশ্যই মুর্শিদাবাদ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। 

শুন্যপদঃ 8 টি (SC-2, OBC-2, UR-3, EWS-1)

আবেদন প্রক্রিয়াঃ

বেশ কিছু তথ্য দিয়ে একটি নির্দিষ্ট বয়ানের আবেদনপত্র বানাতে হবে। কি কি তথ্য দিয়ে আবেদনপত্র তৈরি করতে হবে তা নোটিশে জানানো হয়েছে। অফিসিয়াল নোটিশ ডাউনলোড করার লিংক নিচে দেওয়া রয়েছে। 

আবেদনপত্র তৈরি করা হয়ে গেলে আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট সাথে জুড়ে দিতে হবে। তারপর আবেদনপত্র এবং ঐন ডকুমেন্টগুলিকে একসাথে একটি খামে ভরতে হবে। তারপর আবেদনপত্রের খামটি নিচের দেওয়া ঠিকানায় রেজিস্টার্ড পোষ্ট বা স্পীড পোষ্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। 

আবেদনপত্রের সাথে যেসমস্ত ডকুমেন্ট দিতে হবেঃ

(1) পাসপোর্ট সাইজের ছবি (চারটি)

(2) বাসিন্দা প্রমানপত্র 

(3) জন্ম সার্টিফিকেট  

(4) পরিচয়পত্র ও ঠিকানার প্রমান (আঁধার কার্ড ও ভোটার কার্ড) 

(5) উচ্চমাধ্যমিকের মার্কশীট এবং সার্টিফিকেট 

(6) স্কুল লিভিং সার্টিফিকেট 

(7) কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য হলে) 

(8) স্থায়ী বসবাসের প্রমান 

(9) এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন কার্ড। 

(10) প্যান কার্ড

আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ

সার্কল হেড, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, মুর্শিদাবাদ সার্কল অফিস, ২৬/১১, শহিদ সূর্য সেন রোড, পোঃঅঃ- বহরমপুর (পঃবঃ), জেলা-মুর্শিদাবাদ, পিন-৭৪২১০১     

আবেদনের শেষ তারিখঃ  20 মে 2022 তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

🔽 আবেদন করার ফর্মের ফরম্যাটঃ Download

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

আরো চাকরির আপডেট-