Primary Head Teacher: প্রাইমারি স্কুলে হেড মাস্টার নিয়োগের নিয়মে বিরাট পরিবর্তন! জারি হলো অর্ডার বিজ্ঞপ্তি, দেখে নিন

Primary head teacher recruitment rule change order

1/7: রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে হেড টিচার বা হেড মাস্টার নিয়োগ (Primary Head Teacher Recruitment) হয়নি বহু দিন। স্কুলের সিনিয়র শিক্ষকরাই এতদিন টিচার-ইন-চার্জ পদে বসে স্কুলের যাবতীয় দায়িত্ব সামলাতেন। তবে এবার পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়গুলিতে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে বেশ বড়ো ঘোষণা করা হলো। 

2/7: বাম আমলে প্রাথমিক বিদ্যালয়গুলিতে প্রধান শিক্ষক নিয়োগ করতেন জেলা স্কুল পরিদর্শকেরা। তবে পার্থ চট্টোপাধ্যায়ের শিক্ষামন্ত্রীত্বের সময়কালে বদল আনা হয় এই নিয়মে। ২০১৮ সাল থেকে লাগু হয় এই নয়া নিয়ম যেখানে, প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের দায়িত্বভার চলে যায় রাজ্যের শিক্ষা দফতরের হাতে। তবে আবার এই নিয়মে আসছে বদল। ফিরে আসছে ২০১৮ সালের আগের সময়ের, বাম জমানার সেই পুরোনো নিয়ম

3/7: তবে, হঠাৎ করে কেন নিয়মে ফের বদল আনা হচ্ছে সরকারের তরফে? ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক কালের প্রাইমারি এবং সেকেন্ডারি দুই ক্ষেত্রেই শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি এবং অস্বচ্ছলতা যাতে আর না ফিরে আসে, সে কারণেই এই পদক্ষেপ নিতে ব্রতী হয়েছে তৃণমূল সরকার।

4/7: প্রধান শিক্ষক নিয়োগ রীতিতে বদল আনা প্রসঙ্গে পশ্চিমবঙ্গের বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বাবু বলেন যে, “শিক্ষা দফতরের থেকে নির্দেশ জারি করে বলা হয়েছে প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 2018 সালের যে নিয়ম ছিল তা প্রত্যাহার করে নেওয়া হল।

5/7: 2018 সালে DPSC- এর হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে ডিপার্টমেন্ট নিয়েছিল। সেখানে বলা হয়েছিল DPSC যে প্যানেল তৈরি করবে বা ডিপার্টমেন্টে পাঠাতে হবে এবং ডিপার্টমেন্ট অনুমোদন করলে তবে প্রধান শিক্ষক পারবে”।

6/7: এদিকে উত্তর ২৪ পরগণা জেলার DPSC এর থেকে গত ২২.০২.২০২৩ তারিখে একটি নোটিশ জারি করা হয়েছে। এখানে শিক্ষকদের সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে চেয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেমন শিক্ষকের নাম, বর্তমান স্কুলে প্রথম জয়েনিং করার তারিখ, জন্ম তারিখ, প্রথম যোগদানের তারিখ, প্রথম যোগদানের সার্কেলের নাম, শিক্ষাগত যোগ্যতা, ট্রেনিং প্রাপ্ত কিনা, কোন মামলা চলছে কিনা, কোন কেসের সাথে বর্তমানে যুক্ত আছেন কিনা ইত্যাদি।

Primary Head Teacher Recruitment Rule Change Order

7/7: এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবার ফলে ধারণা আরও কেন্দ্রীভূত হচ্ছে যে, সরকার হয়তো খুব শীঘ্রই রাজ্যের প্রাইমারি স্কুল গুলিতে প্রধান শিক্ষক নিয়োগ করতে চলেছে। উত্তর ২৪ পরগণা দিয়ে শুরু হলেও একে একে অন্যান্য জেলার তরফ থেকেও এমন নোটিশ হয়তো বেরোবে খুব শীঘ্রই। তাই প্রাথমিকের প্রধান শিক্ষক পদে নিয়োগ শুরু হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা। 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান- উপরের লিংকে অথবা নিচের লিংকে ক্লিক করে জয়েন হতে পারবেন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 টেলিগ্রাম চ্যানেল: Join Now

এগুলিও পড়ুন 👇👇

💡 67 হাজার টাকা বেতনে রাম মনোহর হসপিটালে চাকরি

💡 টেটের রেজাল্ট পাওয়া প্রার্থীদের জন্য বিজ্ঞপ্তি দিল পর্ষদ

💡 বন্ধের মুখে রাজ্যের ৮২০৭ স্কুল? আপনার জেলার তালিকা দেখুন