রাজ্যের বেকার চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে একটি দারুন সুখবর। যে সমস্ত চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন চাকরির অপেক্ষা করে বসে আছেন এবার তাদের জন্য এলো একটি নতুন সুযোগ। কিছুদিন আগেই রাজ্যের অন্তর্গত একটি জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে বিভিন্ন পদে স্বাস্থ্যকর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
পশ্চিমবঙ্গের অন্তর্গত সমস্ত জেলার ছেলে এবং মেয়ে সকল চাকরিপ্রার্থীরাই এখানে আবেদন করতে পারবে। ইতিমধ্যেই আবেদন গ্রহন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। স্পিড পোষ্ট বা রেজিস্ট্রার পোষ্ট দ্বারা অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য অর্থাৎ প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা মোট শূন্যপদ, বেতন, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিচের প্রতিবেদনে আলোচনা করা হয়েছে। আপনি যদি এখানে আবেদন করতে ইচ্ছুক থাকেন, তাহলে শেষ পর্যন্ত পড়েনিন।
Purba Medinipur Health Department Recruitment 2022
নোটিশ নম্বরঃ CMOH/Pmbd/6775
নোটিশ প্রকাশের তারিখঃ 24.11.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের বিস্তারিত তথ্য (Recruitment Details)
(1) পদের নামঃ ব্লক এপডোমায়োলজিস্ট (Block Epidemiologists)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 35,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে লাইফ সাইন্স বা এপিডোমায়োলজি বিষয়ে M.Sc বা BAMS/BHMS/BUMS পাশ করা থাকলে আবেদন করা যাবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 3 টি।
(2) পদের নামঃ ব্লক পাবলিক হেলথ ম্যানেজার (Block Public Health Manager)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 35,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পোষ্ট গ্রাজুয়েশন সহ লাইফ সাইন্স বিষয়ে M.Sc বা ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 3 টি।
(3) পদের নামঃ ল্যাবরেটরি টেকনিশিয়ান (Block Public Laboratory Technician)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 22,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজিক্স কেমিস্ট্রি ও বায়োলজি বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং DMLT কোর্স পাশ করে থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স 19 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 6 টি।
(4) পদের নামঃ ব্লক ডাটা ম্যানেজার (Block Data Manager)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 22,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাশ করতে হবে এবং কম্পিউটার এপ্লিকেশনে 1 বছরের ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 3 টি।
(5) পদের নামঃ মেডিক্যাল অফিসার (Medical Officer)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 60,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো MCI স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS পাশ করতে হবে এবং WBMC দ্বারা রেজিস্ট্রিকৃত থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 14 টি।
(6) পদের নামঃ স্টাফ নার্স (Staff Nurse)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 60,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো INC স্বীকৃত প্রতিষ্ঠান থেকে GNM পাশ করতে হবে এবং অবশ্যই WBNC দ্বারা রেজিস্ট্রিকৃত থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 12 টি।
(7) পদের নামঃ কাউন্সিলর (Counsellor)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 60,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সোশ্যাল ওয়ার্ক বা সোশিওলজি বা সাইকোলজি বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 5 টি।
(8) পদের নামঃ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (Community Health Assistant)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 13,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ANM/GNM কোর্স পাশ করে করে থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 12 টি।
(9) পদের নামঃ ডেন্টাল হাইজিনিস্ট (Dental Hygienist)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 60,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সোশ্যাল ওয়ার্ক বা সোশিওলজি বা সাইকোলজি বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 5 টি।
নিয়োগ পদ্ধতিঃ
এখানে আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বর, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতিঃ
স্বাথ্য ও পরিবার কল্যাণ সমিতি থেকে প্রকাশিত এই নিয়োগের ক্ষেত্রে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করার জন্য কি কি করতে হবে তা নিচে আলোচনা করা হলো।
- প্রথমে নিচে দেওয়া লিংক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি নিজের মোবাইলে বা কম্পিউটারে ডাউনলোড করতে হবে।
- এরপরে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি একবার ভালোকরে পড়ে নিতে হবে।
- এরপরে বিজ্ঞপ্তির 6 নং পেজে থাকা আবেদনপত্রটিকে একটি A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করতে হবে।
- আবেদনপত্রে নিজের নাম, ঠিকানা, বয়স, যোগ্যতা সহ সমস্ত তথ্য দিয়ে ভালোভাবে পুরণ করতে হবে।
- আবেদনপত্র পুরণ করার পর সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলি জেরক্স ও সেলফ অ্যাটেস্টেড করে আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে।
- এরপরে আবেদনপত্র ও নথিপত্রগুলি একটি খামে ভরে নিচের দেওয়া ঠিকানায় পাঠাতে হবে।
আবেদন ফিঃ
এখানে আবেদনের জন্য জেনারেল প্রার্থীদের কাছ থেকে 100 টাকা এবং SC/ST প্রার্থীদের কাছে 50 টাকা ধার্য করা হয়েছে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ
Office of the CMOH Officer Of Health & Secretary, DH & FWS, Purba Medinipur – 721636.
গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ | 24.11.2022 |
আবেদন শুরু | 24.11.2022 |
আবেদন শেষ | 12.12.2022 |
বিঃদ্র: নতুন কোনো চাকরির আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মেসেজটি প্লিজ Ignore করুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
✅ অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
✅ অফিসিয়াল নোটিশ | Download |
✅ ডেইলি চাকরির আপডেট | Click Here |
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে চাকরি
🎯 বিদ্যুৎ দপ্তরে চাকরির নতুন বিজ্ঞপ্তি
🎯 দুর্গাপুর CSIR-এ কর্মী নিয়োগ