ভারতীয় রেলের সাউথ ইস্টার্ন রেলওয়ে (South Eastern Railway) থেকে আবারো রেল স্টেশনে টিকিট কাউন্টারে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি হল। সাউথ ইস্টার্ন রেলওয়ের অন্তর্গত আদ্রা ডিভিশনে টিকিট বুকিং এজেন্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
এখানে সকলে কমপক্ষে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। আদ্রা ডিভিশনের অন্তর্গত ২৬ টি স্টেশনে এই নিয়োগটি করা হবে। ইচ্ছুক প্রার্থীরা সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, শূন্যপদের সংখ্যা, আবেদন পদ্ধতি সহ সমস্ত তথ্য নিচের প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
Railway Ticket Counter Recruitment 2023
অফিসিয়াল নোটিশ নম্বর: C-669/STBA/ADRA/23/01
নোটিশ প্রকাশের তারিখ: 09/01/2023
আবেদনের মাধ্যম: অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
যে পদে নিয়োগ করা হবে:
স্টেশন টিকিট বুকিং এজেন্ট (STBA)
মোট শূন্যপদের সংখ্যা:
আদ্রা ডিভিশনের 26 টি রেল স্টেশনে মোট 26 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
বেতন কাঠামো
কর্মীদের টিকিটের বিক্রি ওপর নির্ভর করে কমিশনের ভিত্তিতে বেতন দেওয়া হবে।
- 1 থেকে 20,000 টাকার টিকিট বিক্রি করলে প্রতি মাসে ২৫ শতাংশ কমিশন দেওয়া হবে।
- 20,000 থেকে 1,00,000 টাকার টিকিট বিক্রি করলে প্রতি মাসে 15 শতাংশ কমিশন দেওয়া হবে।
- 1,00,000 টাকার বেশি টিকিট বিক্রি করলে প্রতি মাসে 4 শতাংশ কমিশন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
এখানে আবেদন করতে হলে প্রার্থীদের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
আবেদনের জন্য বয়স
আবেদনকারী প্রার্থীদের বয়স 18 বছরের উপরে হতে হবে বয়স হিসাব করতে হবে 19 জুলাই 2022 তারিখ অনুযায়ী। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
উপরে আলোচিত স্টেশন টিকিট বুকিং এজেন্ট হিসেবে আবেদন করতে চাইলে আপনাকে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্ট এর দ্বারা অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
(1) অফলাইনে আবেদন করতে হলে আপনাকে নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে শেষ পর্যন্ত পড়তে হবে।
(2) এরপরে অফিসিয়াল বিজ্ঞপ্তির সাথে দেওয়া আবেদনপত্রটিকে একটি A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করতে হবে।
(3) আবেদনপত্র পূরণ করার পর শিক্ষাগত যোগ্যতা সহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলিকে জেরক্স করে তার ওপর সই করতে হবে।
(4) সবশেষে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথিপত্র গুলি এটি খামে পড়ে নিচের দেওয়া ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
Sr. Divisional Commercial Manager’s Office Adra – 723121.
আবেদন শুরু: 09.01.2023
আবেদন শেষ: 08.02.2023
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links)
👇👇👇👇
✅ কাজকর্ম WhatsApp গ্রুপ- Join Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট- Click Here
✅ অফিসিয়াল নোটিশ-Download
✅ আবেদন করার ফর্ম-Download
✅ ডেইলি চাকরির আপডেট- Click Here
🔥 আরো আপডেট 👇👇
🎯 রাজ্যে NHM এর অধীনে অনেকগুলি পোস্টে চাকরি
🎯 ৭৩ বছরের পুরোনো ইনকাম ট্যাক্স ব্যবস্থা বদলে যাচ্ছে
🎯 ৩ বছর ধরে জাল মেমোতে বেতন ভুয়ো শিক্ষকের