Raiway Safety Group C Recruitment 2023: কমিশন অফ রেলওয়ে সেফটিতে গ্রুপ-C লোয়ার ডিভিশন ক্লার্ক এর চাকরির জন্য একটি অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে। এই নিয়োগটি পশ্চিমবঙ্গেই করা হবে। তাই বেশ কিছু রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য এটি খুশির খবর হতে পারে। নির্বাচিত প্রার্থীদের পোস্টিং দেওয়া হবে কলকাতাতেই। এখানে অফলাইনে আবেদন করতে হবে, প্রপার চ্যানেলের মাধ্যমে। এখানে আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
নোটিশ প্রকাশ – A.12034/01/SEC/2007-2023
নোটিশ তারিখ – 17/03/2023
1. পদের নাম- আপার ডিভিশন ক্লার্ক / Upper Division Clerk (South Eastern Circle, Kolkata)
শূন্যপদ – 1 টি।
2. পদের নাম- আপার ডিভিশন ক্লার্ক / Upper Division Clerk (Eastern Circle, Kolkata)
শূন্যপদ – 1 টি।
দরকারি যোগ্যতা
এখানে আলাদা করে যোগ্যতা চাওয়া হয়নি। ইতিমধ্যেই লোয়ার ডিভিশন পদে যাঁদের নূন্যতম 8 বছরের কাজের অভিজ্ঞতা আছে, তারা সঠিক চ্যানেলের মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন।
বয়সসীমা
বিজ্ঞপ্তিতে বয়সসীমা সম্পর্কে উল্লেখিত নেই। তবে ১৮ বছরের বেশি বয়স হলেই আবেদন করতে পারবেন।
মাসিক বেতন
নির্বাচিত প্রার্থীদের 25,500 থেকে 81,100 টাকা অবধি বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
ডেপুটেশনের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে। এর জন্য অফিসিয়াল নোটিশটি নীচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিয়ে, 3 নং পাতায় থাকা আবেদনপত্রটি প্রিন্ট আউট করে নিয়ে নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করে, এবং প্রয়োজনীয় নথি সংযুক্ত করে স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে নীচের ঠিকানায়।
আবেদন পাঠাবার ঠিকানা
Office of the Commission of Railway Safety. South Eastern Circle, / Eastern Circle New Koilaghat Building, 14 Strand Road (12th Floor), Kolkata – 700001
আবেদনের সময়সীমা
15-May-2023 তারিখ অবধি এখানে আবেদন জানানো যাবে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ 1: Download
✅ অফিসিয়াল নোটিশ 2: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
- নদীয়ার কল্যাণী AIIMS-এ নতুন পদের চাকরি
- সুপারভাইজার সহ অন্যান্য পদে চাকরি
- গ্রুপ-সি জুনিয়র ক্লার্ক, সিনিয়র ক্লার্ক, হেড ক্লার্ক নিয়োগ
- অ্যাটমিক এনার্জি দপ্তরে গ্রুপ-সি শ্রেণীর চাকরি