রেলে ১০০০ এর বেশি অ্যাপ্রেন্টিস নিয়োগ, ২৫ জানুয়ারি থেকে আবেদন চলছে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

RRC ECR Apprentice Recruitment 2025: চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর। সম্প্রতি পূর্ব মধ্য রেলওয়ে (East Central Railway) অ্যাপ্রেন্টিসশিপ প্রশিক্ষণের জন্য অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ প্রক্রিয়াটি অ্যাপ্রেন্টিস অ্যাক্ট ১৯৬১ এর অধীনে পরিচালনা করা হবে। 

চাকরি প্রার্থীরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এখানে আবেদন শুরু হয়েছে ২৫শে জানুয়ারি থেকে এবং আবেদন চলবে ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত। এই নিয়োগের আওতায় মোট ১১৫৪ টি শূন্যপদ রয়েছে। 

আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য আলোচনা করা হল। আমরা এই প্রতিবেদনের মাধ্যমে জানিয়ে দেব, এখানে কোন কোন পদে নিয়োগ করা হবে, মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, আবেদন পদ্ধতি, বেতন কাঠামো সহ সমস্ত তথ্য।

নিয়োগকারী সংস্থাপূর্ব মধ্য রেলওয়ে (East Central Railway)
পদের নামঅ্যাপ্রেন্টিস
মোট শূন্যপদ১১৫৪ টি
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখ১৪/০২/২০২৫
অফিসিয়াল পোর্টালwww.rrcecr.gov.in

পদ এবং শূন্যপদের বিবরণ 

এই নিয়োগের অধীনে বিভিন্ন বিভাগে ও বিভিন্ন ট্রেডে মোট ১১৫৪ টি শূন্যপদ রয়েছে। আমরা নিচে প্রত্যেকটি বিভাগ এবং সংশ্লিষ্ট বিভাগের ক্ষেত্রে শূন্যপদ সম্পর্কিত বিস্তারিত তথ্য আলোচনা করলাম।

বিভাগের নামশূন্যপদ
দানাপুর বিভাগ৬৭৫ টি
ধানবাদ বিভাগ১৫৬ টি
পন্ডিত দীনদয়াল উপাধ্যায় বিভাগ৬৪ টি
সোনপুর বিভাগ৪৭ টি
সমস্তিপুর বিভাগ৪৬ টি
প্ল্যান্ট ডিপো/পন্ডিত দীনদয়াল উপাধ্যায়২৯ টি
কারেজ রিপেয়ার ওয়ার্কশপ/হারনাউট১১০ টি
মেকানিক্যাল ওয়ার্কশপ/সমস্তিপুর২৭ টি

শিক্ষাগত যোগ্যতা 

ভারতীয় রেলের অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে যেকোন স্বীকৃত বোর্ড বা বিদ্যালয় থেকে ন্যূনতম ৫০% নাম্বার সহ মাধ্যমিক পাশ করতে হবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। তাহলে এখানে আবেদন করা যাবে। 

বয়স সীমা 

প্রার্থীদের বয়স হতে হবে ১ লা জানুয়ারি, ২০২৫ তারিখ অনুযায়ী ন্যূনতম ১৫ বছর এবং সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বেতন কাঠামো 

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোন বেতন কাঠামো উল্লেখ করা নেই। তবে অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণের সময় সরকারি নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড প্রদান করা হবে।

নিয়োগ প্রক্রিয়া

এখানে কোনরকম লিখিত পরীক্ষা বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে না। প্রার্থীদের মাধ্যমিক এবং আইটিআই পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের গড়ের ভিত্তিতে একটি মেধা তালিকা প্রস্তুত করা হবে। সেই তালিকায় যাদের নাম থাকবে তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। 

আবেদন পদ্ধতি

আগ্রহী চাকরিপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। সর্বপ্রথম চাকরিপ্রার্থীদের পূর্ব মধ্যে রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (http://www.rrcecr.gov.in/) গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর নিজের ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র সাবমিট করার আগে অবশ্যই আবেদন ফি প্রদান করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট 

এখানে আবেদন করার জন্য যে ডকুমেন্টগুলি প্রয়োজন হবে সেগুলি হল-

  • মাধ্যমিকের মার্কশীট,
  • আইটিআই সার্টিফিকেট,
  • প্রযোজ্য হলে জাতিগত শংসাপত্র, 
  • প্রযোজ্য হলে PwBD শংসাপত্র, 
  • পরিচয়পত্র হিসেবে আধার কার্ড।

আবেদন ফি

  • জেনারেল/OBC- ১০০/- টাকা
  • SC/ST/মহিলা প্রার্থীদের জন্য- কোনও ফি লাগবে না

আরো আপডেট: জিও কোম্পানিতে ইন্টার্ণ নিয়োগ চলছে, শিক্ষিত হলেই এইভাবে আবেদন করুন

গুরুত্বপূর্ণ তারিখ 

আবেদন শুরুর তারিখ- ২৫ জানুয়ারি ২০২৫

আবেদনের শেষ তারিখ- ১৪ ফেব্রুয়ারি ২০২৫

গুরুত্বপূর্ণ লিঙ্ক

আবেদন করুন- Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট- Click Here

অফিসিয়াল বিজ্ঞপ্তি- Download Now

Leave a Comment