পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের অধীনে জলপাইগুড়ি জেলার স্কুলে প্রাইমারি শিক্ষক নিয়োগ করা হবে। এই চাকরির জন্য ছেলে এবং মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন। জলপাইগুড়ি জেলার অধীনস্থ কামতাপুরি মিডিয়াম প্রাইমারি স্কুলে প্যারা টিচার নিয়োগ হবে। এই নিয়োগের বাকী সমস্ত তথ্যগুলি এক এক করে নিচে আমরা জানিয়েছি।
নোটিশ নম্বরঃ 87/SSM/22
নোটিশ প্রকাশের তারিখঃ 08.03.2022
পদের নামঃ প্রাইমারি প্যারা টিচার (Primary Para Teacher)
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স 1 জানুয়ারি 2022 তারিখ অনুযায়ী 18 – 45 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ কমপক্ষে 50% নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। কামতাপুরি অথবা রাজবংশী ভাষায় পড়তে, কথা বলতে এবং লিখতে পারতে হবে।
শুন্যপদঃ 4 টি (পুরুষ-2, মহিলা-2)
যেদুটি স্কুলে নিয়োগ করা হবেঃ
(1) Kamtapuri Medium Promary School, Satvendi, P.O- Panbari, Maynaguri Block.
(2) Kamtapuri Medium Promary School, Pechahati, Rajarhat, Maynaguri Block.
আবেদন প্রক্রিয়াঃ ইচ্ছুক এবং যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিসিয়াল নোটিশের তিন নম্বর পেজে আবেদন করার জন্য ফর্ম দেওয়া আছে। নোটিশ ডাউনলোড করে ঐ ফর্মটি A4 পেজে প্রিন্ট করে নিতে হবে।
তারপর সেটি ফিল আপ করে সাথে দরকারি ডকুমেন্ট এর জেরক্সগুলি জুড়ে দিয়ে একটি খামে ভরতে হবে। সবশেষে আবেদনপত্রের খামটি নিচের ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র জমা করার ঠিকানাঃ
Education Cell, 2nd floor, Office of the District Magistrate, Jalpaiguri. (ড্রপ বক্সে জমা করতে হবে)।
আবেদন ফিঃ আবেদন করার জন্য টাকা লাগছে না।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 08.03.2022 |
আবেদন শুরু | 08.03.2022 |
আবেদন শেষ | 16.03.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-