দীর্ঘদিন ধরে যে সমস্ত চাকরি প্রার্থীরা ব্যাংকের চাকরির জন্য অপেক্ষা করেছিলেন শেষমেষ তাদের সেই অপেক্ষার অবসান ঘটলো। সম্প্রতি সারাদেশ প্রসিদ্ধ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে বিপুল সংখ্যক শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত নারী পুরুষ সমস্ত চাকরিপ্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারী প্রার্থীদের প্রফেশনারী অফিসার পদে নিয়োগ করা হবে।
এই নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়সসীমা কত, বেতন কত দেওয়া হবে, শূন্য পদের সংখ্যা কত এইসব বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আজকের প্রতিবেদন। আপনি আবেদন করতে ইচ্ছুক হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত যত্ন সহকারে পড়ুন।
SBI Probationary Officer Recruitment 2022
নোটিশ নম্বরঃ CRPD/ PO/2022-23/18
নোটিশ প্রকাশের তারিখঃ 22.09.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনে আবেদন করতে হবে। SBI PO Recruitment 2022
SBI PO 2022 Recruitment Details in Bengali
স্টেট ব্যাঙ্কের তরফ থেকে প্রকাশিত প্রবেশনারি অফিসার (Probationary Officer- PO) নিয়োগের বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য গুলি নিচে পর পর বিস্তারে জানানো হচ্ছে। আপনি যদি এই চাকরির আবেদন করবেন ভাবছেন, তাহলে আগে ভালো করে আবেদন প্রক্রিয়া সহ এই নিয়গের অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য গুলি একবার জেনে নিন। তারপর আবেদন করুন। আবেদন করার অফিসিয়াল লিঙ্কও নিচে দেয়ে দিয়েছি।
পদের নাম (SBI PO Recruitment 2022 Post Name)
প্রফেশনারী অফিসার (Probationary Officer- PO)
বেতন (SBI PO Recruitment 2022 Salary)
এই প্রবেশনারী অফিসার (PO) পদে কর্মরত প্রার্থীদের প্রতিমাসে পে লেভেল 3 অনুযায়ী 36,000 টাকা থেকে শুরু করে 63,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা (SBI PO Recruitment 2022 Educational Qualification)
এই পদের জন্য আবেদন করতে চাইলে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাশ করে থাকতে হবে। এছাড়াও যে সমস্ত শিক্ষার্থীরা তাদের গ্রাজুয়েশনের Final Year/Semester এ পাঠরত অবস্থায় আছে তারাও এখানে আবেদন করতে পারবে।
বয়সসীমা (SBI PO Recruitment 2022 Age Limit)
আবেদনপ্রার্থীর বয়স 01.04.2021 তারিখ অনুযায়ী 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদ (SBI PO Recruitment 2022 Vacnacy)
1673 টি (UR-648, ST-131, SC-270, OBC-464, EWS-160)।
নিয়োগ পদ্ধতি (SBI PO 2022 Recruitment Process)
কয়েকটি পর্যায়ে প্রার্থীদেরকে নিয়োগ করা হবে। প্রথমে, প্রিলিমিনারি এক্সাম হবে। এই এক্সামে যে সমস্ত প্রার্থীরা উত্তীর্ণ করবে তাদের মেইন এক্সাম দিতে হবে। এই দুটো পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ প্রার্থীদের শেষমেশ ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। তারপরে নির্বাচিত প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে।
Phase – I : Preliminary Examination (Time – 1.00 hr.)
- English Language – 30 Marks
- Quantitative Aptitude – 35 Marks
- Reasoning Ability – 35 Marks
Phase – 2 : Main Examination (Time – 3.30 hr.)
- Objective Test
- Reasoning & Computer Aptitude – 50 Marks
- Data Analysis & Interpretation – 50 Marks
- General / Economy / Banking Awareness – 60 Marks
- English Language – 40 Marks
- Descriptive Paper
- English Language – 50 Marks
পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র (SBI PO Recruitment 2022 Exam Centre in West Bengal)
পশ্চিমবঙ্গের যে সমস্ত স্থানে এই স্টেট ব্যাঙ্কের চাকরির পরীক্ষা নেওয়া হবে সেগুলি হল-
(1) আসানসোল
(2) দুর্গাপুর
(3) হুগলি
(4) কলকাতা
(5) কল্যাণী
(6) শিলিগুড়ি
আবেদন পদ্ধতি (SBI PO Recruitment 2022 Application Process)
(1) স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই State Bank of India PO পদের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
(2) আপনার সুবিধার্থে আবেদন করার লিংক নিচে দেওয়া হল। সেখান থেকে আপনি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন।
(3) আবেদন করার জন্য সবার প্রথমে নিজের নাম, মোবাইল নম্বর, ইমেইল আইডি ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে আইডি এবং পাসওয়ার্ড লিখে লগইন করতে হবে।
(4) লগইন হয়ে গেলে আবেদন পত্রটি পেয়ে যাবেন। এবার সেটিকে সঠিক তথ্য দিয়ে যথাযথভাবে পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ করার সময় তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
(5) আবেদন করার সময় খেয়াল রাখতে হবে আপলোড করা পাসপোর্ট সাইজ ছবির সাইজ 20-50 Kb এবং সিগনেচারের ছবির সাইজ 20 Kb-র মধ্যে হতে হবে।
(6) এই সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হলে সবশেষে আবেদন ফি জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) |
|
নোটিশ প্রকাশ | 22.09.2022 |
আবেদন শুরু | 22.09.2022 |
আবেদন শেষ | 12.10.2022 |
👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 ভারতের ONGC কর্পোরেশনে কর্মী নিয়োগ
🎯 রাজ্যে KMC গ্রুপ-C পদের চাকরি