রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য আবারও নতুন চাকরির খবর নিয়ে উপস্থিত হলাম। স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে আবারো নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্থায়ী হেড কনস্টেবল পদে নিয়োগ করা হবে।
স্থায়ী হেড কনস্টেবল পদে পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
স্থায়ী হেড কনস্টেবল পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, মোট শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ সমস্ত তথ্য নিচে এক এক করে আলোচনা করা হলো।
নোটিশ নম্বরঃ 3/2/2022–P&P-II
নোটিশ প্রকাশের তারিখঃ 08.07.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
পদের নামঃ
হেড কনস্টেবল- পুরুষ ও মহিলা (Head Constable– Male & Female)
বেতনঃ
উক্ত পদের জন্য প্রতিমাসে পে লেভেল 4 অনুযায়ী 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ
01.07.22 তারিখ অনুযায়ী আবেদন প্রার্থীর বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। SC, ST, OBC শ্রেণীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।
শিক্ষাগত যোগ্যতাঃ
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান এবং গণিত বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে অথবা NTC দ্বারা অনুমোদিত যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক কাম অপারেটর ইলেকট্রনিক্স কমিউনিকেশন সিস্টেমের কোর্স করে থাকতে হবে। এছাড়াও 15 মিনিটে 1000 টি ইংরেজি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে এবং বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে।
শুন্যপদঃ
(1) কনস্টেবল (পুরুষ)- 573 টি (UR-213, EWS-58, OBC-128, SC-106, ST-68)
(2) কনস্টেবল (পুরুষ)- 284 টি (UR-107, EWS-29, OBC-63, SC-52, ST-33)
নিয়োগ পদ্ধতিঃ
- কম্পিউটার বেসড এক্সামিনেশন।
- ফিজিক্যাল এনডিউরেন্স এন্ড মেজারমেন্ট টেস্ট।
- ট্রেড টেস্ট।
- কম্পিউটার টেস্ট।
- টাইপিং টেস্ট।
আবেদন পদ্ধতিঃ
- উপরিউক্ত পদের ক্ষেত্রে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
- নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিসের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
- প্রথমে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্টার করে নিতে হবে।
- এরপর নির্ভুলভাবে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
- উল্লেখিত সমস্ত নথিপত্রগুলি আপলোড করতে হবে।
- সবশেষে আবেদন মূল্য জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
আবেদন ফিঃ
আবেদনপ্রার্থীদের জন্য 100 টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। SC/ST/EX- Serviceman এবং মহিলা প্রার্থীদের জন্য কোন আবেদন ফি নেওয়া হবে না।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- সেল্ফ অ্যাটেস্টেড করা রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- আধার কার্ড বা ভোটার কার্ড।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- বয়সেরর প্রমাণপত্র।
- কাস্ট সার্টিফিকেট।
- বসবাসের প্রমাণপত্র।
- কম্পিউটার সার্টিফিকেট।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 08.07.2022 |
আবেদন শুরু | 08.07.2022 |
আবেদন শেষ | 29.07.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-