রাজ্যের সাব ডিভিশনাল অফিসার (Sub-Divisional Officer) এর অফিস থেকে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার সাব ডিভিশনাল অফিসারের অফিসের অধীনে এই নিয়োগটি করা হবে।
এখানে মিড ডে মিল প্রকল্পের কাজের জন্য ডাটা এন্ট্রি অপারেটর (DEO) নিয়োগ করা হচ্ছে। আজকের এই প্রতিবেদনে নিয়োগ সংক্রান্ত যাবতীয় বিষয়াদি বিস্তারিত জানানো হয়েছে।
চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক চাকরি প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য যেমন দরকারি শিক্ষাগত যোগ্যতা, মোট শূন্যপদের পরিমাণ, মাসিক বেতন, নিয়োগ প্রক্রিয়া, আবেদন প্রক্রিয়া ইত্যাদি বিষয়গুলি ভালো করে জেনে নিন।
Sub Divisional Office DEO Recruitment
নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর: 6SS/CMDMP/J
নোটিশ প্রকাশের তারিখ: 19/09/2022
আবেদনের মাধ্যম: অফলাইন প্রক্রিয়ায় আবেদন করতে হবে।
DEO নিয়োগ সংক্রান্ত তথ্য (DEO Recruitment Details)
পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator- DEO)
মাসিক বেতন: ১৩ হাজার টাকা প্রতি মাসে বেতন হিসেবে দেওয়া হবে।
বয়সসীমা: DEO পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে। বয়সের হিসেব করতে হবে 1 জানুয়ারি 2022 তারিখ অনুযায়ী।
বয়সের ছাড়: ST, SC শ্রেণীর চাকরিপ্রার্থীরা পাঁচ বছরের এবং OBC শ্রেণীর চাকরিপ্রার্থীরা তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে গ্রাজুয়েশন পাস করতে হবে এবং সেই সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন এর কোর্স সার্টিফিকেট থাকা আবশ্যক।
শূন্যপদ: 1 টি শূন্যপদ থাকায় DEO পদে নিয়োগ করা হচ্ছে।
চাকরির ধরন: কন্ট্রাকচুয়াল (Contractual) বেসিসে এক বছর সময়ের জন্য উক্ত পদে চাকরিতে নিয়োগ করানো হবে।
নিয়োগ প্রক্রিয়া: কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।
- কম্পিউটার প্রফেসিয়েন্সি টেস্ট (Computer Proficiency Test)- 25 নম্বর
- ইন্টারভিউ (Interview)- 25 নম্বর
আবেদন করার প্রক্রিয়া:
(1) অফলাইনে আবেদনপত্র জমা দেওয়ার মাধ্যমে আবেদন করতে হবে।
(2) আবেদন করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তির তিন নম্বর পেজে একটি আবেদন করার ফর্ম দেওয়া রয়েছে।
(3) যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে প্রথমেই নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। তারপর বিজ্ঞপ্তি থেকে আবেদন করার ফর্মটি প্রিন্ট করতে হবে।
(4) আবেদনপত্র প্রিন্ট করা হয়ে গেলে সেটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে।
(5) এরপর আবেদন পত্রের সাথে দরকারি বেশ কিছু ডকুমেন্টের জেরক্স জুড়ে দিয়ে সেগুলিকে একটি খামে ভরতে হবে। খামের উপরে লিখতে হবে- “Application for the post of DEO (MDM) Under Dhulian Municipality”.
(6) সবশেষে আবেদনপত্রটিকে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান মিউনিসিপালিটির ড্রপবক্সে জমা করে আসতে হবে।
আবেদনপত্রের সাথে যে সমস্ত ডকুমেন্ট জমা দিতে হবে:
(1) ভোটার কার্ড এবং আঁধার কার্ড
(2) মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পাস পর্যন্ত সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট
(3) জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
(4) কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
(5) অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)
(6) কম্পিউটার সার্টিফিকেট
(7) অ্যাডিশনাল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট (যদি থাকে)
(8) দুই কপি পাসপোর্ট সাইজের ছবি
(9) পোস্টাল স্ট্যাম্প
বি:দ্র: সমস্ত ডকুমেন্টসগুলি জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড (Self Attested) করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) |
|
নোটিশ প্রকাশ | 19.09.2022 |
আবেদন শুরু | 19.09.2022 |
আবেদন শেষ | 01.11.2022 |
👍 চাকরি ও কাজের আপডেট একদম মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 রাজ্যে DEO সহ বেশ কয়েকটি পদে নিয়োগ
🎯 ২০১৪ টেটের ১২ লক্ষ উত্তরপত্র নষ্ট করা হয়েছে