ন্যাশনাল হেলথ মিশনের অধীনে রাজ্যে চাকরি! যেকোনো জেলা থেকেই আবেদন করতে পারবেন

Under National Health Mission Recruitment in Murshidabad

রাজ্যের মুর্শিদাবাদ জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে ন্যাশনাল হেলথ মিশনের আওতায় কয়েকটি শূন্যপদে নিয়োগ করা হবে জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মুর্শিদাবাদে নিয়োগ হলেও পশ্চিমবঙ্গে যেকোনো জেলা থেকেই আবেদন করা যাবে। আবেদন করতে হবে অনলাইনে। ইন্টারভিউ, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে। নিয়োগের বাকি বিভিন্ন তথ্য আপনি নিচে থেকে ভালো করে জানতে পারবেন। 

নোটিশ নং – HFW-45025(12)/35/2023-CM-MSD/4247

নোটিশ প্রকাশ – 1914/2023

1. পদের নাম- হসপিটাল অ্যাটেন্ডেন্ট (Hospital Attendant)

শূন্যপদ – মোট 2 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – আবেদন করার জন্য মাধ্যমিক পাশের সাথে কোনো হাসপাতালে 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা – 19 থেকে 40 বছর অবধি যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম – মাসিক 10,000 টাকা বেতন বাবদ প্রার্থীদের দেওয়া হবে।

নিয়োগের স্থান – মুর্শিদাবাদ জেলায় নিয়োগ করা হবে।

2. পদের নাম- স্যানিটারি অ্যাটেন্ডেন্ট (Hospital Attendant)

শূন্যপদ – মোট 2 টি শূন্যপদ রয়েছে এখানে।

যোগ্যতা – আবেদন করার জন্য মাধ্যমিক পাশের সাথে কোনো হাসপাতালে 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা – 19 থেকে 40 বছর অবধি যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম – মাসিক 10,000 টাকা বেতন বাবদ প্রার্থীদের দেওয়া হবে।

নিয়োগের স্থান – মুর্শিদাবাদ জেলায় নিয়োগ করা হবে।

3. পদের নাম- মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার (Multi Rehabilitation Worker)

শূন্যপদ – মোট 27 টি শূন্যপদ রয়েছে এখানে।

যোগ্যতা – আবেদন করার জন্য ফিজিওথেরাপিতে গ্র্যাজুয়েট হবার সাথে কোনো হাসপাতালে 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা – 21 থেকে 40 বছর অবধি যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম – মাসিক 18,000 টাকা বেতন বাবদ প্রার্থীদের দেওয়া হবে।

নিয়োগের স্থান – মুর্শিদাবাদ জেলায় নিয়োগ করা হবে।

নিয়োগ পদ্ধতি

ইন্টারভিউ, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে এখানে প্রার্থীদের নির্বাচন করা হবে।

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্য wbhealth.gov.in ওয়েবসাইটে গিয়ে “Online Recruitment” অপশনে ক্লিক করতে হবে। এরপর রেজিস্ট্রেশন করে সমস্ত তথ্য ভরে ফেলতে হবে। প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। সব শেষে আবেদন মূল্য দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদন মূল্য

জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য 100 টাকা এবং বাকিদের জন্য 50 টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে।

আবেদনের সময়সীমা

05/05/2023 তারিখ এখানে আবেদন করার শেষ দিন।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇

Previous articleকেন্দ্রীয় NTPC-তে চাকরি, শতাধিক শূন্যপদে লোক নিয়োগ | NTPC Recruitment 2023 (Apply Now)
Next articleIIM কলকাতায় চাকরি, ৩৪ হাজার টাকা প্রতি মাসে বেতন | IIM Kolkata Recruitment 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here