WB Group C and Group D Recruitment 2023, WB Lebong Recruitment 2023, অষ্টম শ্রেণি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে চাকরি, WB Group C and Group D Recruitment Notice, West Bengal Group C Recruitment 2023, পশ্চিমবঙ্গে গ্রুপ-সি গ্রুপ-ডি নিয়োগ ২০২৩, WB Group C and Group D Recruitment Application Process
অষ্টম শ্রেণি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে গ্রুপ-ডি (Group-D) এবং গ্রুপ-সি (Group-C) বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। মিনিস্ট্রি অফ ডিফেন্স অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে পশ্চিমবঙ্গে এই নিয়োগটি করা হবে।
এবার আমরা সরাসরি ঠিক কোন কোন পদে নিয়োগ করা হবে, কোন পদে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, পদ অনুযায়ী মাসিক বেতন কত দেওয়া হবে, কিভাবে আবেদন করতে হবে তা এক এক করে নিচে জানানো হলো।
WB Group C and Group D Lebong Recruitment 2023
অফিসিয়াল নোটিশ নম্বর: LCB/16/XI/09/L
নোটিশ প্রকাশের তারিখ: 30/11/2022
আবেদনের মাধ্যম: অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগ সংক্রান্ত তথ্য (Recruitment Details)
(1) পদের নাম: ফার্মাসিস্ট (Pharmacist)
মাসিক বেতন: পে লেভেল 9 অনুযায়ী 28,900-74,500 টাকা।
বয়সসীমা: এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স 21 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে। সংরক্ষিত শ্রেণীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে।
শিক্ষাগত যোগ্যতা: সরকারি স্বীকৃতিপ্রাপ্ত যে কোন বোর্ড থেকে কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। সেই সাথে কেন্দ্র সরকার অথবা রাজ্য সরকারের রেজিস্ট্রেশন কৃত প্রতিষ্ঠান থেকে ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা/ ব্যাচেলার/ মাস্টার করতে হবে।
শূন্যপদ: 1 টি
(2) পদের নাম: অ্যাসিস্ট্যান্ট শিক্ষক- প্রাইমারি (Assistant Teacher- Primary)
মাসিক বেতন: পে লেভেল 6 অনুযায়ী 22,700-58,500 টাকা।
বয়সসীমা: উক্ত পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স 21 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে। সংরক্ষিত শ্রেণীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে।
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহউচ্চ মাধ্যমিক পাস করতে হবে। সেইসঙ্গে সরকারি স্বীকৃতিপ্রাপ্ত যে কোন বোর্ড অথবা প্রতিষ্ঠান থেকে D.El.Ed/ B.El.Ed/ D.Ed/ B.Ed করা থাকতে হবে।
শূন্যপদ: 1 টি
(3) পদের নাম: লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower Division Clerk- LDC)
মাসিক বেতন: পে লেভেল 6 অনুযায়ী 22,700-58,500 টাকা।
বয়সসীমা: LDC পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স 21 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে। সংরক্ষিত শ্রেণীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে মাধ্যমিক পাস (Madhyamik Pass) করতে হবে।
শূন্যপদ: 1 টি
(4) পদের নাম: ফরেস্ট মালি (Forest Mali)
মাসিক বেতন: পে লেভেল 2 অনুযায়ী 17,600-45,200 টাকা।
বয়সসীমা: উক্ত পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স 21 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে। সংরক্ষিত শ্রেণীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে অষ্টম শ্রেণি পাস (8 Pass) করতে হবে।
শূন্যপদ: 1 টি
(5) পদের নাম: সাফাই ওয়ালা (Safaiwala)
মাসিক বেতন: পে লেভেল 2 অনুযায়ী 17,000-43,600 টাকা।
বয়সসীমা: সাফাই ওয়ালা পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স 21 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে। সংরক্ষিত শ্রেণীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে অষ্টম শ্রেণি পাস (8 Pass) করতে হবে।
শূন্যপদ: 1 টি
(6) পদের নাম: মজদুর (Mazdoor)
মাসিক বেতন: পে লেভেল 2 অনুযায়ী 17,000-43,600 টাকা।
বয়সসীমা: আবেদনকারী প্রার্থীর বয়স 21 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে। সংরক্ষিত শ্রেণীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে অষ্টম শ্রেণি পাস (8 Pass) করতে হবে।
শূন্যপদ: 1 টি
নিয়োগ প্রক্রিয়া:
লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করে নির্দিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া:
(1) অফলাইনের মাধ্যমে ফর্ম ফিলাপ এবং নির্দিষ্ট ঠিকানায় তা জমা দিয়ে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবেন তা নিচের থেকে দেখে নিন।
(2) Lebong Cantonment এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রথমেই আবেদন করার একটি ফরম ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।
(3) তারপর ওই ফর্মটি দরকারি তথ্য দিয়ে অর্থাৎ কোন পদের জন্য আবেদন করা হচ্ছে, আবেদনকারীর নাম, যোগ্যতা সহ অন্যান্য দরকারি তথ্যগুলি পূরণ করতে হবে।
(4) আবেদনপত্র পূরণ করা হয়ে গেলে তার সঙ্গে মার্কশিট, স্কুল লিভিং সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট সহ অন্যান্য দরকারি ডকুমেন্টগুলি জুড়ে দিয়ে একটি খামে ঘুরতে হবে।
(5) তারপর এই আবেদনপত্রসহ খামটি নিচের দেওয়া ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্রের সাথে যে সমস্ত ডকুমেন্ট দিতে হবে:
এই সমস্ত ডকুমেন্টগুলি জেরক্স এবং অ্যাটেস্টেড করে আবেদনপত্রের সাথে জমা দিতে হবে-
(1) দরকারি শিক্ষাগত যোগ্যতার মার্কসিট
(2) জন্ম তারিখের জন্য স্কুল লিভিং সার্টিফিকেট
(3) ৫০ টাকার পোস্টাল স্টাম্প সহ দুটি Envelope।
(4) দুই কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি (ছবির পিছনে সেল্ফ অ্যাটেস্টেড করতে হবে)।
(5) অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)
(6) কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
Cantonment Board Office, Lebong, Darjeeling West Bengal- 734105.
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
নোটিশ প্রকাশ | 31.11.2022 |
আবেদন শুরু | 31.11.2022 |
আবেদন শেষ | 30.01.2023 |
বিঃদ্র: নতুন কোনো চাকরি ও কাজের আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মেসেজটি প্লিজ Ignore করুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
✅ অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
✅ অফিসিয়াল নোটিশ | Download |
✅ আবেদন করার ফর্ম ডাউনলোড | Download |
✅ ডেইলি চাকরির আপডেট | Job Update |
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 রাজ্যে CHA সহ বিভিন্ন পদে চাকরি