পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফ থেকে চাকরির নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সব মিলিয়ে মোট ১১০০ শূন্যপদ থাকায় প্রচুর ছেলেমেয়ের চাকরির সুযোগ তৈরি হলো। যোগ্যতা সম্পন্ন এবং ইচ্ছুক চাকরি প্রার্থীরা নিচের দেওয়া পদ্ধতি অবলম্বন করে অনলাইনের মাধ্যমে সহজে আবেদন করতে পারবে।
সবথেকে ভালো হয় যদি আপনি আজকের এই নিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয় যেমন কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, নিয়োগ কিভাবে করা হবে এবং কিভাবে আবেদন করতে হবে তা ভালো করে জেনে নিন।
WB Health Department 1100 Vacancy Recruitment
নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর: SHFWS/2022/271
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: 30/12/2022
আবেদনের মাধ্যম: অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম:
কমিউনিটি হেলথ অফিসার (Community Health Officer- CHO)
মাসিক বেতন:
প্রতি মাসে 20,000 টাকা সেই সঙ্গে 5,000 টাকার ইন্সেন্টিভ দেওয়া হবে। অর্থাৎ এক্ষেত্রে মোট ২৫ হাজার টাকা মাসিক বেতন পাওয়া যাবে।
বয়সসীমা:
আবেদনকারীর বয়স 40 বছরের কম থাকতে হবে। বয়সের হিসাব করা হবে 01.01.2023 তারিখ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা:
পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো প্রতিষ্ঠান থেকে GNM/B.Sc Nursing/Post Basic B.Sc. Nursing করা থাকতে হবে।
শূন্যপদ:
1100 টি (Gen-572, SC-231, ST-66, OBCA-110, OBCB-77, PWD-44)
নিয়োগ প্রক্রিয়া:
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীর বাছাই করে CHO পদে নিয়োগ করা হবে।
- লিখিত পরীক্ষা (Written Test)- 85 নম্বর।
- ইন্টারভিউ (Interview)- 15 নম্বর।
নিয়োগের স্থান:
পশ্চিমবঙ্গ রাজ্যের যেকোনো সুস্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া:
(1) পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট (wbhealth.gov.in) থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
(2) ওয়েবসাইট ওপেন করে “Online Recruitment of CHO” লেখার উপরে ক্লিক করতে হবে। এরপর “Recruitment” লেখার উপরে ক্লিক করলেই আবেদন করার মেইন পেজ খুলে যাবে।
(3) এখানে অনলাইনে সমস্ত তথ্য দিয়ে আবেদন করার ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে। ফর্ম পূরণ করা হয়ে গেলে তথ্যগুলি একবার ভালো করে মিলিয়ে নিয়ে সবশেষে আবেদন ফি জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
অনলাইন আবেদন ফি:
- জেনারেল চাকরিপ্রার্থীদের জন্য 100 টাকা আবেদন ফি অনলাইনে জমা করতে হবে।
- SC, ST, PWD শ্রেণীর আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি 50 টাকা জমা করতে হবে।
আরো চাকরি: রাজ্যের কৃষি বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ
নিয়োগের গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
নোটিশ প্রকাশ | 30.12.2022 |
আবেদন শুরু | 03.01.2023 |
আবেদন শেষ | 09.01.2023 |
বিঃদ্র:নতুন কোনো চাকরি ও কাজের আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মেসেজটি প্লিজ Ignore করুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
✅ অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
✅অফিসিয়াল নোটিশ | Download |
✅ আবেদন করুন | Apply Now |
✅ ডেইলি চাকরির আপডেট | Job Update |
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 ভারতীয় সেনায় ৮০ হাজার পদ কমে যাচ্ছে
🎯 নতুন বছরে রাজ্য সরকারে ৭,৫০০ চাকরি