ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতা (IISER) এর তরফ থেকে ইতিমধ্যে বিভিন্ন গ্রুপ সি (Group-C) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে একদম সরাসরি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সহ আরো অন্যান্য পদে নিয়োগ করা হবে।
এখানে আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। আবেদন করার পর আবেদনপত্রের হার্ড কপিটি নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। ইতিমধ্যেই আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
আপনাদের সুবিধার্থে নিচে আবেদনের লিংক সহ আবেদনের জন্য যাবতীয় তথ্য যেমন শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমা, মোট শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, অবেদন পদ্ধতি সহ উল্লেখ করা হলো। আবেদন করার আগে একবার ভালো করে বিষয়গুলি বুঝে নিন।
WB IISER Institute Group-C Recruitment
নোটিশ নম্বরঃ IISER-K/Rectt. NT-01/2022/Admn.
নোটিশ প্রকাশের তারিখঃ 04.08.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নামঃ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (Junior Assistant)
বেতনঃ পে লেভেল 3 অনুযায়ী প্রতিমাসে 21,700 থেকে 69,100 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাশ হতে হবে এবং বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে
বয়সসীমাঃ 01.01.2022 তারিখ অনুযায়ী আবেদন প্রার্থীর বয়স 27 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 2 টি।
(2) পদের নামঃ চিফ সাইন্টিফিক অফিসার (Chief Scientific Officer)
বেতনঃ পে লেভেল 13 অনুযায়ী প্রতিমাসে 1,23,100 থেকে 2,15,900 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সাইন্স এবং টেকনোলজিতে Ph.D/M.E./M.Tech অথবা এর সমতুল্য কোনো যোগ্যতা থাকতে হবে।
বয়সসীমাঃ 01.01.2022 তারিখ অনুযায়ী আবেদন প্রার্থীর বয়স 55 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 1 টি।
(3) পদের নামঃ সিনিয়র সাইন্টিফিক অফিসার (Senior Scientific Officer)
বেতনঃ পে লেভেল 11 অনুযায়ী প্রতিমাসে 67,700 থেকে 2,08,700 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সাইন্স এবং টেকনোলজিতে B.E./B.Tech/M.E./M.Tech/M.sc অথবা এর সমতুল্য কোনো যোগ্যতা থাকতে হবে এবং 5 বছরে অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ 01.01.2022 তারিখ অনুযায়ী আবেদন প্রার্থীর বয়স 45 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 1 টি।
আবেদন পদ্ধতিঃ
- ওপরের পদগুলির জন্য আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
- নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
- সবার প্রথমে নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
- এরপরে আবেদন পত্রটি পূরণ করতএ হবে।
- এরপরে তার সঙ্গে যথাযথভাবে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
- আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদনপত্রটি প্রিন্ট করে ঐ হার্ড কপিটি- INDIAN INSTITUTE OF SCIENCE EDUCATION AND RESEARCH KOLKATA Mohanpur – 741 246, Dt. Nadia, West Bengal এই ঠিকানায় পাঠাতে।
👍 নিচের দেওয়া লিংকে ক্লিক করে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিজের মোবাইলে ডাউনলোড (PDF Notice Download) করে আরো বিস্তারিত জানতে পারবেন।
আবেদন ফিঃ
চিফ সাইন্টিফিক অফিসার এবং সিনিয়র সাইন্টিফিক অফিসার পদের জন্য আবেদন ফি হিসাবে 1000 টাকা।
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য 200 টাকা আবেদনে ফি ধার্য করা হয়েছে। SC/ST/PWD এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) | |
নোটিশ প্রকাশ | 04.08.2022 |
আবেদন শুরু | 04.08.2022 |
আবেদন শেষ | 15.09.2022 |
হার্ড কপি জমা শেষ | 30.09.2022 |
👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ ডেইলি চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 খাদ্য দপ্তরে জোন ভিত্তিক দারুন নিয়োগ
🎯 রাজ্যে WBPSC এর তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি জারি
🎯 শুধু ইন্টারভিউ দিয়েই চাকরি: বেলুড় মঠ রামকৃষ্ণ শিক্ষামন্দিরে নিয়োগ