পশ্চিমবঙ্গের কোলকাতা টাকশালে গ্রুপ-C কর্মী নিয়োগের জন্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হল। এই টাকশালটি ভারত সরকারের অধীনে পরিচালিত হয়।
ভারত সরকারের এই টাকশালটি Security Printing and Minting Corporation of India Limited এর অধীনে পরিচালিত হয়। এখানে ভারতীয় টাকা বা ব্যাংক নোট, স্ট্যাম্প পেপার ইত্যাদি ছাপানো হয়।
আর বেশি কথা না বাড়িয়ে এইবার আমরা ভারত সরকারের কোলকাতা টাকশালে ঠিক কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, আবেদন প্রক্রিয়া সহ নিয়োগের বাকি সমস্ত তথ্য গুলি এক এক করে বিস্তারে জেনে নেবো।
আবেদন করার আগে এগুলো অবশ্যই জেনে নিয়ে তারপর আবেদন করা উচিত।
নোটিশ নম্বরঃ IGMK/HR (Estt.)/Rect./01/2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নাম- জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট (Junior Office Assistant)
বেতন-প্রতি মাসে 21,540 – 77,160 টাকা
বয়সসীমা- আবেদনকারীর বয়স 18 – 28 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- কমপক্ষে 55% নম্বর পেয়ে যেকোনো বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। সেইসাথে কম্পিউটারে প্রতি মিনিটে 40 টি শব্দ টাইপ করতে পারতে হবে।
শুন্যপদ- 4 টি
(2) পদের নাম- এনগ্রেভার (Engraver)
বেতন- প্রতি মাসে 23,910 – 85,570 টাকা
বয়সসীমা- আবেদনকারীর বয়স 18 – 28 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- কমপক্ষে 55% নম্বর পেয়ে ফাইন আর্টস ((Sculpture/Metal Works) এর বিষয়ে গ্রাজুয়েশন পাশ করতে হবে।
শুন্যপদ- 3 টি
বয়সের ছাড়ঃ
আবেদন প্রক্রিয়াঃ
IBPS এর ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে হবে তিনটে Step-এ, এগুলি হল-
(1) অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন (APPLICATION REGISTRATION)
(2) আবেদন ফি জমা (PAYMENT OF FEES)
(3) ডকুমেন্ট স্ক্যান এবং আপলোড (DOCUMENT SCAN AND UPLOAD)
আবেদন ফিঃ
> দুটি পোষ্টের ক্ষেত্রেই আবেদন করার জন্য 600 টাকার ফি জমা দিতে হবে।
> SC, ST, PWD শ্রেনির আবেদনকারীদের ক্ষেত্রে আবেদন করার জন্য 200 টাকা ফি জমা করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 07.05.2022 |
আবেদন শুরু | 07.05.2022 |
আবেদন শেষ | 07.06.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-