রাজ্যের কোর্টে নতুন গ্রুপ-D কর্মী নিয়োগের জন্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের আইনি দপ্তর (Law Department)-থেকে এই গ্রুপ-ডি পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের সব জেলার ছেলে-মেয়ে সবাই আবেদন করতে পারবে।
চাকরির ধরন, মোট শুন্যপদের সংখ্যা কয়টি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, মাসিক বেতন কত পাওয়া যাবে এবং কিভাবে আবেদন করতে হবে তা আজকে জানতে পারবেন।
আবেদন করতে ইচ্ছুক হলে অবশ্যই সব কিছু ঠিকঠাক করে জেনে তারপর আবেদন করবেন।
পদের নামঃ গ্রুপ-ডি (Group-D)
বেতনঃ প্রতি মাসে 8000 (আট হাজার) টাকা করে দেওয়া হবে।
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স 25 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেনি পাশ হলেই এই গ্রুপ-ডি চাকরির জন্য আবেদন করা যাবে। সেইসাথে বাংলা এবং ইংরেজিতে লিখতে ও পড়তে পারতে হবে।
শুন্যপদঃ 4 টি
চাকরির ধরনঃ কন্ট্রাকচুয়াল বেসিসে রাজ্যের কোর্টে গ্রুপ-D কর্মী নিয়োগ করা হচ্ছে।
নিয়োগ সংস্থাঃ Joint Secretary, Law Department, Government of West Bengal.
আবেদন প্রক্রিয়াঃ অনলাইনে ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার ফর্মটি নিচের লিংকে ক্লিক করে প্রথমে ডাউনলোড করতে হবে। তারপর ফর্মটি A4 পেজে প্রিন্ট করতে হবে।
ফর্ম প্রিন্ট করার পর সেটি সঠিকভাবে পূরন করতে হবে। এরপর পূরন করা ফর্মটির একটি PDF ফাইল বানিয়ে নিতে হবে। আবেদনপত্রের ঐ PDF ফাইলটি নিচের দেওয়া ইমেলে পাঠিয়ে দিলেই আবেদন করার প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।
আবেদনপত্র পাঠানোর ইমেলঃ [email protected]
আবেদনের শেষ তারিখঃ 17.05.2022
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-