পশ্চিমবঙ্গে আবারো ন্যাশনাল হেলথ মিশনের অধীনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এই চাকরির জন্য শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবে। আপনাকে জানিয়ে দিই, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের অধীনে এই নিয়োগটি করা হচ্ছে।
হুগলি জেলার চিফ মেডিকেল অফিসার অফ হেলথ (CMOH) অর্থাৎ মুখ্য স্বাস্থ্য অধিকারীকের অফিসে মেডিকেল অফিসার (MO) পদে নিয়োগ করা হবে। হুগলি জেলায় নিয়োগ করা হলেও পশ্চিমবঙ্গের সব জেলার চাকরি প্রার্থীরাই নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকলেই এই পদের জন্য আবেদন করতে পারবে।
আবেদন করার আগে অবশ্যই এই নিয়োগের বিষয়ে বিস্তারিত বিষয় অর্থাৎ দরকারী শিক্ষাগত যোগ্যতা, সঠিক শূন্যপদের সংখ্যা, চাকরির জন্য আবেদন প্রক্রিয়া, মাসিক বেতন ইত্যাদি নিচে থেকে বিস্তারিত জেনে নিন।
West Bengal Medical Officer MO Recruitment
নোটিশ মেমো নম্বর: DH&FWS/NUHM/8011
নোটিশ প্রকাশের তারিখ: 12/10/2022
আবেদনের মাধ্যম: অনলাইনে আবেদন করে আবেদনপত্রের হার্ড কপি অফলাইনে ঠিকানায় পাঠাতে হবে।
পদের নাম: মেডিকেল অফিসার (Medical Officer)
বেতন: প্রতিমাসে 60,000 টাকা।
বয়সসীমা: মেডিকেল অফিসার পদের এই চাকরির জন্য আবেদনকারীর বয়স 62 বছরের কম হতে হবে। বয়সের হিসাব করতে হবে 01/01/2022 তারিখ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা: MCI এর স্বীকৃতিপ্রাপ্ত যে কোন প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি করা থাকতে হবে। সেই সাথে এক বছরের কম্পালসারি ইন্টার্নশিপ করতে হবে। পশ্চিমবঙ্গের মেডিকেল কাউন্সিল এর রেজিস্টার্ড হতে হবে।
শূন্যপদ: 15 টি
নিয়োগ প্রক্রিয়া: শিক্ষাগত যোগ্যতার নম্বরের ভিত্তিতে আবেদনকারীদের শর্ট লিস্টেড করা হবে। তারপর সেই শর্টলিস্টেড প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। ইন্টারভিউতে পাস করা প্রার্থীদের উক্ত পদের চাকরিতে নিয়োগ করা হবে।
নিয়োগের স্থান: হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারীকের অফিসে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি:
(1) পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে।
(2) আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইটটি হল wbhealth.gov.in.
(3) এই ওয়েবসাইটটি মোবাইলে অথবা কম্পিউটারে ওপেন করার পর “Online recruitment” লেখার উপরে ক্লিক করতে হবে।
(4) এরপর মেডিকেল অফিসার পদের চাকরির জন্য আবেদন করার লিংক দেখা যাবে, সেই লিংকের উপর ক্লিক করতে হবে।
(5) প্রথমে আবেদনকারীকে তার দরকারি কিছু তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করা হয়ে গেলে লগইন করে নিতে হবে।
(6) লগইন করার পর আবেদন করার মেন পেজ খুলবে। সেখানে নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা সহ দরকারী সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।
(7) সবশেষে অনলাইনে ফিলাপ করার সময় দেওয়া তথ্যগুলি ভালো করে মিলিয়ে নিয়ে আবেদন ফি জমা করে অনলাইন এপ্লিকেশন ফাইনাল সাবমিট করতে হবে।
(8) আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদনপত্রটি প্রিন্ট করতে হবে। তারপর ঐ আবেদনপত্রের হার্ড কপিটি নিচের দেওয়া ঠিকানায় 07 নভেম্বর 2022 তারিখ বিকেল 5.00 টার মধ্যে পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্রের হার্ড কপি পাঠানোর ঠিকানা:
The Chief Medical Officer of Health, Hooghly, New Administrative Building 1st Floor, DRS Complex, Chinsurah, Hooghly 712101.
আবেদন ফি:
জেনারেল অর্থাৎ UR দের জন্য 100 টাকা এবং SC, ST, OBC শ্রেণীদের জন্য 50 টাকা আবেদন ফি লাগবে।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) |
|
নোটিশ প্রকাশ | 12.10.2022 |
আবেদন শুরু | 14.10.2022 |
আবেদন শেষ | 28.10.2022 |
আবেদনপত্রের হার্ড কপি জমা শেষ | 07.11.2022 |
👍 চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
✅ কাজকর্ম WhatsApp গ্রুপে জয়েন হোন- Click Here
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 গরুর মাংস রান্না নিয়ে প্রশ্ন করা হল পরীক্ষায়
🎯 প্রাইমারি টেট নিয়োগ সত্যিই হবে তো?-কেন এমন প্রশ্ন
🎯 পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি