রাজ্যের কোর্টে গ্রুপ D পদে নিয়োগ, অষ্টম শ্রেনি পাশে আবেদন করুন

west bengal court group d recruitment

রাজ্যের হুগলি জেলা জজ কোর্টে গ্রুপ ডি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সুইপার পদে নিয়োগ করা হবে। কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নিয়োগ হবে।

ভারতবর্ষের নাগরিক হলেই আবেদন করা যাবে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই প্রার্থীরা আবেদন করতে পারে। অষ্টম শ্রেনি পাশ যোগ্যতায় আবেদন করা যাবে।

আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আবেদনের আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, বয়সসীমা, মোট শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি বিস্তারিতভাবে নিচে উল্লেখ করা হয়েছে।

west bengal court group d recruitment

নোটিশ নম্বরঃ 01/2022 

নোটিশ প্রকাশের তারিখঃ 01.06.2022

আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 

নিয়োগের তথ্য (Post Details)  

পদের নামঃ সুইপার ( Group D) 

বেতনঃ প্রতিমাসে 4900-16200 টাকা বেতন এবং সঙ্গে 1700 টাকা গ্রেড পে দেওয়া হবে।

বয়সসীমাঃ আবেদনকারী বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

শিক্ষাগত যোগ্যতাঃ আবেদনকারীকে অবশ্যই সরকার স্বীকৃত যেকোনো স্কুল বা মাদ্রাসা থেকে অষ্টম শ্রেণী পাস করা থাকতে হবে। সঙ্গে বাংলা লেখা ও পড়ার দক্ষতা থাকতে হবে।

মোট শূন্যপদঃ 3টি। 

নিয়োগ প্রক্রিয়াঃ 

উক্ত পদের জন্য কোনো লিখিত পরীক্ষা নেয়া হবে না। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন প্রক্রিয়াঃ 
  1. আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
  2. নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে
  3. প্রথমত নিজের নাম রেজিস্টার করতে হবে।
  4. সঠিকভাবে ফর্মটি পূরণ করতে হবে।
  5. উল্লেখিত ডকুমেন্টগুলো আপলোড করতে হবে।
  6. শেষে আবেদন ফি জমা দিয়ে সাবমিট করতে হবে।
  7. আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি ভালো করে পড়ে নিবেন।
আবেদন ফিঃ 

জেনারেলদের জন্য আবেদন ফি 300 টাকা এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য 150 টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ 

যে সমস্ত নথিগুলি অনলাইনে আবেদন করার সময় আপলোড করতে হবে সেগুলি হল 

  1. দুই কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
  2. আবেদনকারীর স্বাক্ষর।
  3. সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
  4. বয়সের প্রমাণপত্র।
  5. জাতি শংসাপত্র।
  6. EC সার্টিফিকেট। (যদি থাকে) 
গুরুত্বপূর্ণ তারিখ 
নোটিশ প্রকাশ 01.06.2022
আবেদন শুরু 06.06.2022
আবেদন শেষ 06.07.2022

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদেরটেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

নিয়োগ সংস্থারঃ Official Website

অফিসিয়াল নোটিশঃ Download

আবেদন করার লিংকঃ Apply Now

প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

আরো চাকরির আপডেট-