পশ্চিমবঙ্গের স্বাস্থ্য এবং পরিবার কল্যান মন্ত্রকের তরফ থেকে নিয়োগের আরো একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ করা হবে ন্যাশনাল হেলথ মিশন (NHM) এর অধীনে। ইচ্ছুক এবং যোগ্যতা সম্পন্ন চাকরিপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এই চাকরির নিয়োগের জন্য পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকেই আবেদন করতে পারা যাবে।
West Bengal Health Department PMW Recruitment
নোটিশ নম্বরঃ SHFWS/ 2022/242
নোটিশ প্রকাশের তারিখঃ 02.02.2022
পদের নামঃ প্যারা মেডিক্যাল ওয়ার্ক (Para Medical Worker)
বেতনঃ প্রতি মাসে ১৮ হাজার টাকা
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স 40 বছরের কম হতে হবে। বয়সের হিসেব করা হবে 01.01.2022 তারিখ অনুযায়ী। ST, SC এবং OBC শ্রেনিরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবে।
শিক্ষাগত যোগ্যতাঃ B.Sc অথবা MSW করা থাকতে হবে। সেইসাথে পাবলিক হেলথ-এ তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
শুন্যপদঃ 1 টি (UR)
কাজের স্থানঃ কোলকাতা
নিয়োগ প্রক্রিয়াঃ
আবেদন প্রক্রিয়াঃ
পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে এবং দরকারি তথ্য পূরন করে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে। নিচে আবেদন করার রেজিস্ট্রেশন লিংক এবং লগ ইন করার লিংক দেওয়া রয়েছে।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 02.02.2022 |
আবেদন শুরু | 07.02.2022 |
আবেদন শেষ | 21.02.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ রেজিস্ট্রেশন করার লিংকঃ Registration
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-
- রাজ্যের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে গ্রুপ-D চাকরি
- আর্মি ক্যাম্পে গ্রুপ-C চাকরি, মাধ্যমিক পাশে আবেদন
- রাজ্যের কলেজে অশিক্ষক কর্মী নিয়োগ