রাজ্যে WTL তে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতন 75 হাজার টাকা

WTL Data Entry Operator Recruitment 2023

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে Webel Technology Limited। ওয়েবল বা সংক্ষেপে WTL সংস্থাটি পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ একটি সংস্থা।

সম্প্রতি এখানে চার ধরনের শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখানকার সমস্ত পদ গুলিই অস্থায়ী চুক্তি ভিত্তিক ধরণের। এই নিয়োগটির ব্যাপারে সম্পূর্ণ তথ্য এই প্রতিবেদনে জানানো হয়েছে।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- WTL/P&AR-SSD/ADVT/23-01

1. সিনিয়র সফটওয়্যার ডেভেলপার / Senior Software Developer

শূন্যপদ- এখানে মোট 2 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের নূন্যতম 60% নম্বর সহ MCA অথবা BE/B.Tech/M.Sc করে থাকতে হবে Computer Science/IT বিষয়ে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে নূন্যতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- আবেদন করার জন্য প্রার্থীদের বয়স 40 বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন- এখানে মাসিক 75,000 টাকা করে প্রার্থীদের বেতন দেওয়া হবে।

নিয়োগের স্থায়িত্ব- 1 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।

2. সিনিয়র সফটওয়্যার ডেভেলপার / Senior Software Developer

শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের নূন্যতম 60% নম্বর সহ MCA অথবা BE/B.Tech/M.Sc করে থাকতে হবে Computer Science/IT বিষয়ে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে নূন্যতম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- আবেদন করার জন্য প্রার্থীদের বয়স 36 বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন- মাসিক 75,000 টাকা করে প্রার্থীদের বেতন দেওয়া হবে।

নিয়োগের স্থায়িত্ব- 2 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।

3. সিনিয়র সফটওয়্যার ডেভেলপার / Senior Software Developer

শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের নূন্যতম 60% নম্বর সহ MCA অথবা BE/B.Tech/M.Sc করে থাকতে হবে Computer Science/IT বিষয়ে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে নূন্যতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স 40 বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন- মাসিক 75,000 টাকা করে প্রার্থীদের বেতন দেওয়া হবে।

নিয়োগের স্থায়িত্ব- মোট 2 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।

4. ডাটা এন্ট্রি অপারেটর / Data Entry Operator

শূন্যপদ- এখানে মোট 3 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো বিষয় নিয়ে গ্র্যাজুয়েট হতে হবে। সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স 40 বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন- মাসিক 25,000 টাকা করে প্রার্থীদের বেতন দেওয়া হবে।

নিয়োগের স্থায়িত্ব- মোট 2 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।

নিয়োগ পদ্ধতি

কোনো রকম লিখিত পরীক্ষা এখানে নেওয়া হবে না। কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে যোগ্য প্রার্থীদের নির্বাচিত করা হবে।

আবেদন পদ্ধতি

এখানে আবেদন করতে হবে অনলাইনে। ইচ্ছুক প্রার্থীদের আবেদন করার জন্যে নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে হবে। মূল নোটিশের 4 নং পাতাতে আবেদনপত্রটি রয়েছে। আবেদন পত্রের ফর্মটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে। এরপরে নিজেদের প্রয়োজনীয় নথি, ছবি এবং সাইন সংযুক্ত করে একটি পিডিএফ বানাতে হবে। ওই পিডিএফ টি নীচের মেল আইডিতে পাঠিয়ে দিতে হবে।

ইমেল আইডি: [email protected]

আবেদনের সময়সীমা

31/08/2023 তারিখের মধ্যে এখানে আবেদন সম্পন্ন করে ফেলতে হবে প্রার্থীদের।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 রাজ্যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে অনেকগুলি শূন্যপদে চাকরি

👉 ফুড SI এর কাজ কি কি? মাসিক বেতন কত, ট্রেনিং, প্রমোশন কিভাবে হয় জানুন

👉 WTL এ কোনোরকম পরীক্ষা ছাড়াই নিয়োগ, মাসিক বেতন 75 হাজার টাকা

👉 রাজ্যে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল, শূন্যপদ কয়টি দেখুন

👉 ৪ বছর পর WBPSC এর মাধ্যমে ফুড SI নিয়োগ, এতটি শূন্যপদে চাকরি

Previous articleফুড SI বুক লিস্ট ২০২৩ | WBPSC Food SI Book List 2023
Next articleকলকাতা পুলিশে নতুন SI এবং সার্জেন্ট নিয়োগের বিজ্ঞপ্তি ২০২৩ | Kolkata Police SI and Sergeant Recruitment 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here