পশ্চিমবঙ্গ সরকারের CMOH অফিস থেকে অনেকগুলি পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা তাদের যোগ্যতা অনুযায়ী নির্দিষ্ট পদের জন্য আবেদন করতে পারবে।
নিয়োগ করা হবে ডিসট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, (জেলা স্বাস্থ্য ভবন) পুরুলিয়ায়। পদগুলির নাম, মাসিক বেতন, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, সহ নিয়োগের সমস্ত তথ্য নিচে থেকে জানতে পারবেন।
নোটিশ নম্বরঃ CMOH/Samiti/936
নোটিশ প্রকাশের তারিখঃ 10.03.2022
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নাম- মেডিক্যাল অফিসার (GDMO)
বেতন- প্রতি মাসে ৬০ হাজার টাকা
বয়সসীমা- আবেদনকারীর বয়স 40 বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- MCI এর স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো প্রতিষ্ঠান থেকে MBBS করা থাকতে হবে।
শুন্যপদ- 10 টি
(2) পদের নাম- কাউন্সেলর, Anwesha Clinic, RKSK (পুরুষ)
বেতন- প্রতি মাসে ২০ হাজার টাকা
বয়সসীমা- আবেদনকারীর বয়স 20-40 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- সাইকোলজি/ সোশ্যাল ওয়ার্ক/ সোশালজি/ অ্যানথ্রোপলজি/ হিউম্যান ডেভেলপমেন্ট বিষয়ে গ্র্যাজুয়েশন করা থাকতে হবে।
শুন্যপদ- 1 টি
(3) পদের নাম- কাউন্সেলর, Anwesha Clinic, RKSK (মহিলা)
বেতন- প্রতি মাসে ২০ হাজার টাকা
বয়সসীমা- আবেদনকারীর বয়স 20-40 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- সাইকোলজি/ সোশ্যাল ওয়ার্ক/ সোশালজি/ অ্যানথ্রোপলজি/ হিউম্যান ডেভেলপমেন্ট বিষয়ে গ্র্যাজুয়েশন করা থাকতে হবে।
শুন্যপদ- 1 টি
(4) পদের নাম- ল্যাব টেকনিশিয়ান
বেতন- প্রতি মাসে ২৫ হাজার টাকা
বয়সসীমা- আবেদনকারীর বয়স 40 বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- ফিজিক্স, কেমিস্ট্রি, গনিত/ বায়োলজিকাল সায়েন্স সহ উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। সেইসাথে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনজিতে ডিপ্লোমা করা থাকতে হবে।
শুন্যপদ- 2 টি
(5) পদের নাম- ক্লিনিকাল সাইকোলজিস্ট
বেতন- প্রতি মাসে ৩০ হাজার টাকা
বয়সসীমা- আবেদনকারীর বয়স 40 বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- সাইকোলজি/ ক্লিনিকাল সাইকোলজি বিষয়ে মাস্টার করা থাকতে হবে। সঙ্গে এক বছরের অভিজ্ঞতা।
শুন্যপদ- 1 টি
(6) পদের নাম- সাইকাট্রিক নার্স/ কমিউনিটি নার্স
বেতন- প্রতি মাসে ২৫ হাজার টাকা
বয়সসীমা- আবেদনকারীর বয়স 40 বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- সাইকাট্রিক নার্সিং এ B.Sc অথবা সাইকাট্রিক নার্সিং এ M.Sc korte hobe.
শুন্যপদ- 1 টি
(7) পদের নাম- সাইকাট্রিক সোশ্যাল ওয়ার্কার/ সোশ্যাল ওয়ার্কার
বেতন- প্রতি মাসে ৩০ হাজার টাকা
বয়সসীমা- আবেদনকারীর বয়স 40 বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- সোশ্যাল ওয়ার্ক বিষয়ে মাস্টার করা থাকতে হবে।
শুন্যপদ- 1 টি
(8) পদের নাম- রেকর্ড কিপার
বেতন- প্রতি মাসে ১০ হাজার টাকা
বয়সসীমা- আবেদনকারীর বয়স 40 বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাশ হতে হবে। সেইসাথে হেলথ সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
শুন্যপদ- 1 টি
(9) পদের নাম- ডিসট্রিক্ট ম্যানেজার কুয়ালিটি অ্যাসুরেন্স
বেতন- প্রতি মাসে ৩৫ হাজার টাকা
বয়সসীমা- আবেদনকারীর বয়স 40 বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- MBBS/ Dental/ AYUSH/ Nursing graduate with masters in Hospital Administration/ Health Management. সেইসাথে দুই বছরের অভিজ্ঞতা।
শুন্যপদ- 1 টি
(10) পদের নাম- ডিসট্রিক্ট কনসালট্যান্ট
বেতন- প্রতি মাসে ৩৫ হাজার টাকা
বয়সসীমা- আবেদনকারীর বয়স 40 বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- নামকরা কোনো ইউনিভার্সিটি থেকে স্ট্যাটিস্টিক্স বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে।
শুন্যপদ- 1 টি
(11) পদের নাম- ফ্যাসিলিটি লেভেল কুয়ালিটি ম্যানেজার
বেতন- প্রতি মাসে ৩৫ হাজার টাকা
বয়সসীমা- আবেদনকারীর বয়স 40 বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- MBBS/ Dental/ AYUSH/ Nursing/ Life Science/ Social Science Graduate with masters in Hospital Administration/ Health Management. সেইসাথে ১ বছরের অভিজ্ঞতা।
শুন্যপদ- 1 টি
(12) পদের নাম- এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট কুয়ালিটি অ্যাসুরেন্স
বেতন- প্রতি মাসে ২২ হাজার টাকা
বয়সসীমা- আবেদনকারীর বয়স 20-40 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। Ms Office এর কাজ জানতে হবে। অ্যাকাউন্টেন্সির জ্ঞনা থাকতে হবে এবং ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
শুন্যপদ- 1 টি
(13) পদের নাম- স্টাফ নার্স
বেতন- প্রতি মাসে ২৫ হাজার টাকা
বয়সসীমা- আবেদনকারীর বয়স 64 বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো প্রতিষ্ঠান থেকে GNM করা থাকতে হবে।
শুন্যপদ- 3 টি
(14) পদের নাম- মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার (Nutritional Rehabilitation Centre)
বেতন- প্রতি মাসে ১৮ হাজার টাকা
বয়সসীমা- আবেদনকারীর বয়স 20-40 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। এক বছরের কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা করা থাকতে হবে। অফিস ম্যানেজমেন্টের কাজের এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
শুন্যপদ- 1 টি
(15) পদের নাম- NRC অ্যাটেন্ড্যান্ট (মহিলা)
বেতন- প্রতি মাসে ৫ হাজার টাকা
বয়সসীমা- আবেদনকারীর বয়স 40 বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। স্থানীয় ভাষায় ভালো কমিউনিকেশন এবং কাউন্সেলিং স্কিল থাকতে হবে।
শুন্যপদ- 1 টি
(16) পদের নাম- কাউন্সেলর (ITPC)
বেতন- প্রতি মাসে ১৩ হাজার টাকা
বয়সসীমা- আবেদনকারীর বয়স 20-60 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- সাইকোলজি/ সোশ্যাল ওয়ার্ক/ সোশালজি/ অ্যানথ্রোপলজি/ হিউম্যান ডেভেলপমেন্ট বিষয়ে পোষ্ট গ্র্যাজুয়েশন করা থাকতে হবে।
শুন্যপদ- 3 টি
(17) পদের নাম- ল্যাব টেকনিশিয়ান , ITPC
বেতন- প্রতি মাসে ১৩ হাজার টাকা
বয়সসীমা- আবেদনকারীর বয়স 20-60 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি (B.Sc) বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। গ্র্যাজুয়েশের পরে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
শুন্যপদ- 9 টি
আবেদন প্রক্রিয়াঃ
অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আবেদনকারীকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর লগইন করে যাবতীয় তথ্য পুরন করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন ফিঃ
জেনারেলদের জন্য আবেদন ফি লাগবে 100 টাকা এবং রিজার্ভ ক্যাটেগরিদের ক্ষেত্রে আবেদন ফি লাগবে 50 টাকা।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 10.03.2022 |
আবেদন শুরু | 14.03.2022 |
আবেদন শেষ | 24.03.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-