UDC ক্লার্ক সহ বিভিন্ন পদে চাকরি, পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে আবেদন করা যাবে

CCRAS UDC Clerk and Others Post Recruitment

সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক ইন আয়ুর্বেদিক সায়েন্স (Central Council For Research In Ayurvedic Sciences) অর্থাৎ CCRAS-এ কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আলাদা আলাদা পদে নিয়োগ করা হবে। তাই আপনি নির্দিষ্ট পদ নির্বাচন করে যোগ্যতা অনুসারে আবেদন করতে পারবেন। বাকি নিয়োগের সমস্ত তথ্য নিচে থেকে পেয়ে যাবেন। 

নোটিশ নং – 02/2023

নোটিশ প্রকাশ – 22.04.2023

1. পদের নাম- আপার ডিভিশন ক্লার্ক / Upper Division Clerk

শূন্যপদ – এখানে 9 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – সরকারি আধিকারিক হিসেবে পে লেভেল 2 এ 8 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করা যাবে।

বেতনক্রম – লেভেল 4 অনুসারে এখানে বেতন দেওয়া হবে।

নিয়োগ স্থান – Gwalior, Kolkata, Gangtok, Mandi, Port Blair, Ranikhet, Itanagar, Chennai এবং New Delhi তে পোস্টিং দেওয়া হবে।

2. পদের নাম- অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার / Administrative Officer

শূন্যপদ – এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিগ্রি এবং সরকারি আধিকারিক হিসেবে পে লেভেল 6 এ 8 বছরের অথবা পে লেভেল 7 এ 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতনক্রম – লেভেল 10 অনুসারে এখানে বেতন দেওয়া হবে।

নিয়োগ স্থান – CARI-Kolkata

3. পদের নাম- অ্যাসিস্ট্যান্ট মেট্রন / Assistant Matron

শূন্যপদ – এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – স্বীকৃত প্রতিষ্ঠান থেকে GNM ডিগ্রি এবং আয়ুর্বেদ হাসপাতালে স্টাফ নার্স পদে 4 বছরের বা সিস্টার ইন চার্জ হিসেবে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতনক্রম – লেভেল 10 অনুসারে এখানে বেতন দেওয়া হবে।

নিয়োগ স্থান – CARI-Bhubaneswar

4. পদের নাম- অ্যাকাউন্টস অফিসার / Accounts Officer

শূন্যপদ – এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিগ্রি এবং সরকারি আধিকারিক হিসেবে পে লেভেল 7 এ 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতনক্রম – লেভেল 8 অনুসারে এখানে বেতন দেওয়া হবে।

নিয়োগ স্থান – CCRAS Hqrs. New Delhi.

5. পদের নাম- অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার / Assistant Research Officer

শূন্যপদ – এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Plant Pathology তে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি এবং সরকারি আধিকারিক হিসেবে পে লেভেল 7 এ 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতনক্রম – লেভেল 7 অনুসারে এখানে বেতন দেওয়া হবে।

নিয়োগ স্থান – RARI-Jhansi.

নিয়োগ পদ্ধতি

এই চাকরির জন্য নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত সঠিক কোনো তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো নেই। নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি আপনি নিজের মোবাইলে ডাউনলোড করতে পারবেন। 

নিয়োগের সময়সীমা

সব পদেই 1 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে প্রার্থীদের।

আবেদন পদ্ধতি

এখানে অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য নিচের লিংকে ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের 5 নং পাতায় আবেদন পত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে। সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

CENTRAL COUNCIL FOR RESEARCH IN AYURVEDIC SCIENCES
Jawahar Lal Nehru Bhartiya Chikitsa Evam Homoeopathy Anusandhan Bhawan, 61-65, Institutional Area, Opp. ‘D’ Block, Janakpur, New Delhi-110058. 

আবেদনের সময়সীমা

নোটিশ প্রকাশ থেকে 60 দিনের মধ্যে অর্থাৎ 20/06/2023 এর মধ্যে আবেদন পাঠানো সম্পন্ন করে ফেলতে হবে প্রার্থীদের।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

Previous articleকলকাতা পুলিশ কনস্টেবল ২০২৩ প্রিলিমিনারি পরীক্ষা প্রশ্নপত্র ডাউনলোড | Kolkata Police Constable Question Paper 2023 PDF Download
Next articleউচ্চ মাধ্যমিক পাশে মিউজিয়ামে চাকরি, স্টেনোগ্রাফার এবং অন্য পদে লোক নিয়োগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here