রাজ্যের কল্যানী AIIMS-এ নতুন চাকরি, অ্যাসিস্ট্যান্ট ও ফিল্ড ওয়ার্কার নিয়োগ (Apply Now)

Kalyani AIIMS Field Worker and Others Post Recruitment

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য একটি দারুণ সুখবর। পশ্চিমবঙ্গের একমাত্র AIIMS টি নদিয়া জেলার কল্যানীতে অবস্থিত। এখানে অ্যাসিস্ট্যান্ট এবং ফিল্ড ওয়ার্কার পদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন করতে হবে অনলাইনে ইমেলের মাধ্যমে। সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত নিয়োগের বিষয়ে জানতে নিচের দেওয়া তথ্যগুলি একে একে সম্পূর্ণ পড়ুন। 

নোটিশ নং – 309/AIIMS/Kalyani/AK/Extramural/DHR-GIA2022-2104/001

নোটিশ প্রকাশ – 21.04.2023

1. পদের নাম- ফিল্ড ওয়ার্কার (Field Worker) 

শূন্যপদ – এখানে 01 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা – সায়েন্স বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং 2 বছরের ফিল্ড ওয়ার্কের অভিজ্ঞতা থাকতে হবে।
যদি প্রার্থীদের B.Sc ডিগ্রি থাকে তবে তা তিন বছরের অভিজ্ঞতার সমান ধরা হবে।

বয়সসীমা – 30 বছরের নীচে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম – মাসে 24462 টাকা বেতন দেওয়া হবে।

2. পদের নাম- ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (Laboratory Assistant)

শূন্যপদ – এখানে 01 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা – আবেদন করার জন্য মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং 5 বছরের ফিল্ড ওয়ার্কের অভিজ্ঞতা থাকতে হবে। যদি, প্রার্থীদের সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক এবং B.Sc ডিগ্রি থাকে তবে তা পাঁচ বছরের অভিজ্ঞতার সমান ধরা হবে।

বয়সসীমা – 30 বছরের নীচে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম – এখানে মাসে 21,550 টাকা বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

এখানে অনলাইনে, ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের 3 নং পাতায় যে আবেদন পত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে। সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি তুলে একটি PDF বানিয়ে তা ইমেল করতে হবে নীচের ঠিকানায়।

ইমেল পাঠাবার ঠিকানা

[email protected]

আবেদনের সময়সীমা

আবেদন করার শেষ দিন ধার্য করা হয়েছে 06 মে 2023 তারিখ।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇