রাজ্যের ২০২ টি থানায় নতুন শূন্যপদ তৈরি, দ্রুত করা হবে এই নিয়োগ

New vacancies are created in 202 police stations of the state, this recruitment will be done quickly
WhatsApp Group Join Now


লোকসভা ভোটের মুখে একাধিক দফতরে কর্মী নিয়োগ করতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে, পশ্চিমবঙ্গ পুলিশে সাব-ইনস্পেক্টর (এসআই) পদে একাধিক কর্মী নিয়োগ করা হবে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, 529 টি নতুন সাব-ইনস্পেক্টর শূন্যপদ তৈরি করা হয়েছে রাজ্যে। সেই নতুন শূন্যপদগুলিতেই নিয়োগ করা হবে।

বর্তমানে রাজ্যের মোট 202 টি থানায় (সাধারণ থানা, বড় থানা এবং সাইবার ক্রাইম থানা মিলিয়ে 202 টি) এই নতুন কর্মীদের নিয়োগ করা হবে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে।

তবে প্রাথমিকভাবে রাজ্য পুলিশে সাব-ইনস্পেক্টর নিয়োগর জন্য শূন্যপদের সংখ্যা অনেক বেশি রাখা হয়েছিল। নবান্ন সূত্রে খবর, যে সংখ্যক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তার দ্বিগুণ শূন্যপদে নিয়োগ তৈরির কথা ছিল।

নবান্নের শীর্ষ মহল জানিয়েছে, রাজ্যের বিভিন্ন থানায় নিয়োগের জন্য মোট 1,058 টি নতুন পদ তৈরি করার প্রস্তাব জমা পড়েছিল। কিন্তু শেষপর্যন্ত 1,058 পদে নিয়োগ করতে চায়নি রাজ্য সরকার। এর বদলে, বিভিন্ন বিষয় বিবেচনা করে মাত্র 529 টি নয়া সাব-ইনস্পেক্টর শূন্যপদ তৈরির অনুমোদন দেওয়া হয়। অনুমোদন পাওয়া 529 টি শূন্যপদে এবার সাব-ইনস্পেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

কোন থানায় কতজন সাব-ইনস্পেক্টর নিয়োগ করা হবে?

সাব-ইনস্পেক্টর নিয়োগের ক্ষেত্রে থানাগুলিকে তিন ভাগে ভাগ করা হয়েছে।

1) সাধারণ থানা: সবথেকে বেশি শূন্যপদ তৈরি করা হয়েছে রাজ্যের সাধারণ থানার জন্য। 127 টি সাধারণ থানার জন্য নয়া 353 টি সাব-ইনস্পেক্টরের পদ তৈরি করা হয়েছে।

অর্থাৎ, মোট 529 পদে কর্মী নিয়োগ করে, তাদের মধ্যে থেকে 353 জনকে সাব-ইনস্পেক্টর হিসেবে পাঠানো হবে সাধারণ থানায়।

2) বড় থানা: রাজ্যের বড় থানার জন্য মোট 51 জন সাব-ইনস্পেক্টরকে নিয়োগ করা হবে। এই 51 জনকে রাজ্যের বিভিন্ন প্রান্তের 40 টি থানায় পাঠানো হবে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে।

3) সাইবার ক্রাইম থানা: রাজ্যের বিভিন্ন সাইবার ক্রাইম থানারও শক্তি বাড়ানো হচ্ছে। তাই, এই নিয়োগ থেকে সাইবার ক্রাইম থানার জন্য 125 জন সাব-ইনস্পেক্টরকে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই 125 জনকে রাজ্যের বিভিন্ন প্রান্তের 35 টি থানায় পাঠানো হবে।

রাজ্য পুলিশে সাব ইন্সপেক্টর পদে এই নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার ফলে বেশ খুশি রাজ্যের চাকরি প্রার্থীরা।


বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

WhatsApp Group Join Now

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 ৬০৬ শূন্যপদে ইউনিয়ন ব্যাঙ্কে নিয়োগের বিজ্ঞপ্তি, ২৩ ফেব্রুয়ারি অবধি আবেদন চলবে

👉 কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA বাড়তে চলেছে, কতটা বাড়বে জানুন

👉 এবার নবম-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে দিতে হবে টেট? কেন্দ্রের নয়া নির্দেশিকা প্রকাশ

👉 DM অফিসে কেস ওয়ার্কার পদে নিয়োগ, মাসিক বেতন ১৫ হাজার টাকা

👉 SBI ব্যাঙ্কে অ্যাসিস্টেন্ট ম্যানেজার সহ বিভিন্ন পদে চাকরি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ

Previous articleউচ্চ মাধ্যমিক পাশে রাজ্যের গ্রাম পঞ্চায়েতে চাকরি, মাসিক বেতন ১৬ হাজার টাকা
Next articleরাজ্যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে চাকরি, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here