পশ্চিমবঙ্গের অন্তর্গত একটি জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফ থেকে সম্প্রতি এক নতুন রিক্রুটমেন্ট নোটিশ জারি হয়েছে। National Tuberculosis Elimination Programme (NTEP) প্রোগ্রামের আওতায় এই নিয়োগটি করা হবে। পূর্ব বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকারিক অর্থাৎ CMOH এর অধীনে সমগ্র নিয়োগ সম্পন্ন হবে।
এখানে আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। আপনাদের সুবিধার্থে নিচে আবেদন করার লিংক সহ আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বেতন সংক্রান্ত তথ্য, শূন্য পদের সংখ্যা নিয়োগ পদ্ধতি আবেদন পদ্ধতি প্রভৃতি তথ্য বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।
আপনিও যদি মনে করেন এই চাকরির জন্য আবেদন করবো, তাহলে এই নিয়োগের গুরুত্বপূর্ন বিষয়গুলি আগে ভালো করে জেনে নিন। তারপর নিজের যোগ্যতার বিচারে আবেদন করুন।
NTEP Programme Recruitment Under CMOH Office
নোটিশ নম্বরঃ 2167/DH&FWS/NTEP
নোটিশ প্রকাশের তারিখঃ 24.08.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নামঃ ল্যাবরেটরি টেকনিশিয়ান (Laboratory Technician)
বেতনঃ এই পদের জন্য 22,000 টাকা প্রতিমাসে বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং DMLT কোর্স করা থাকতে হবে ও বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে।
বয়সসীমাঃ এই পদের জন্য আবেদন প্রার্থীর বয়স 19 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেনি অর্থাৎ ST, SC শ্রেণিরা 5 বছরের এবং OBC শ্রেণিরা 3 বয়সের ছাড় পাবেন।
মোট শূন্যপদঃ 1 টি।
(2) পদের নামঃ ল্যাবরেটরি সুপারভাইজার (Laboratory Supervisor)
বেতনঃ এই পদের জন্য 25,000 টাকা মাসিক হারে বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ হতে হবে এবং DMLT বা BMLT কোর্স করা থাকতে হবে। এছাড়াও বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে।
বয়সসীমাঃ এই পদের জন্য আবেদন প্রার্থীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেনি অর্থাৎ ST, SC শ্রেণিরা 5 বছরের এবং OBC শ্রেণিরা 3 বয়সের ছাড় পাবেন।
মোট শূন্যপদঃ 4 টি।
(3) পদের নামঃ District PMDT & TB HIV Coordinator
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 26,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান শাখায় স্নাতক পাশ হতে হবে। এছাড়াও ড্রাইভিং লাইসেন্স এবং বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে।
বয়সসীমাঃ এই পদের জন্য আবেদন প্রার্থীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেনি অর্থাৎ ST, SC শ্রেণিরা 5 বছরের এবং OBC শ্রেণিরা 3 বয়সের ছাড় পাবেন।
মোট শূন্যপদঃ 1 টি।
নিয়োগ পদ্ধতিঃ
মোট ৩ টি স্টেপে এই চাকরির নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
- শিক্ষাগত যোগ্যতার নম্বর।
- অভিজ্ঞতা।
- কম্পিউটার টেস্ট।
আবেদন পদ্ধতিঃ
উপরে উক্ত সমস্ত পদের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন করা যাবে না। আবেদন করার জন্য আপনাকে প্রথমে নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইটে যাবার পর বৈধ ইমেইল আইডি কিংবা নিজের মোবাইল নম্বর দিয়ে সেখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে নিজের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন পত্রটি পূরণ করতে হবে।
অনলাইন আবেদন পত্রটি পূরণ করার সময় সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি জমা করে অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট (Final Submit) করতে হবে।
আবেদন ফিঃ
এখানে আবেদনের জন্য জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থী অর্থাৎ SC/ST/OBC প্রার্থীদের জন্য 50 টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট।
- বসবাসের প্রমাণপত্র।
- কম্পিউটার সার্টিফিকেট।
- অভিজ্ঞতার প্রমাণপত্র (প্রযোজ্য হলে)।
- যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে তার প্রমাণ পত্র।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) | |
নোটিশ প্রকাশ | 24.08.2022 |
আবেদন শুরু | 24.08.2022 |
আবেদন শেষ | 15.09.2022 |
👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 কেন্দ্রীয় ফুড কর্পোরেশনে 5043 শূন্যপদে স্থায়ী কর্মী নিয়োগ