রাজ্যের বিশ্ববিদ্যালয়ে ফিল্ড ইনভেস্টিগেটর পদে চাকরি, ১৫-১৬ হাজার টাকা মাসিক বেতন

Rabindra Bharati University Field Investigator Recruitment 2023

রাজ্যের কলকাতা জেলার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে 15-16 হাজার টাকা মাসিক বেতনে ফিল্ড ইনভেস্টিগেটর সহ দুই ধরণের পদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে নিয়োগ দুটি অস্থায়ী চুক্তি ভিত্তিক হবে। সারা রাজ্যের সমস্ত যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এই নিয়োগের বিষয়ে আরও বিস্তারিত জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

নোটিশ নম্বর – RB/DEV/2603/23

নোটিশ প্রকাশের তারিখ – 22.05.2023

1. পদের নাম- ফিল্ড ইনভেস্টিগেটর / Field Investigator

শূন্যপদ – এখানে 2 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – এখানে আবেদন করার জন্য প্রার্থীদের Social Science এ 55% নম্বর সহ পোস্ট গ্র্যাজুয়েট করে থাকতে হবে। সঙ্গে কম্পিউটার এবং টাইপিং দক্ষতা, ফিল্ড ওয়ার্কের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা – বিজ্ঞপ্তিতে উল্লেখিত নেই। তবে ১৮ বছরের বেশি বয়স হলেই আবেদন করা যাবে। 

বেতনক্রম – মাসিক 15,000 টাকা করে বেতন বাবদ দেওয়া হবে প্রার্থীদের।

নিয়োগের সময়সীমা – 3 মাসের জন্য এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

2. পদের নাম- রিসার্চ অ্যাসিস্ট্যান্ট / Research Assistant

শূন্যপদ – 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – এখানে আবেদন করার জন্য Social Science এ 55% নম্বর সহ Ph.D/M.Phil/Post Graduate করে থাকতে হবে প্রার্থীদের।
এর সাথে কম্পিউটার এবং টাইপিং দক্ষতা, ফিল্ড ওয়ার্কের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা – বিজ্ঞপ্তিতে উল্লেখিত নেই। তবে ১৮ বছরের বেশি বয়স হলেই আবেদন করা যাবে। 

বেতনক্রম – 16,000 টাকা করে মাসিক বেতন বাবদ দেওয়া হবে প্রার্থীদের।

নিয়োগের সময়সীমা – 8 মাসের জন্য এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

2. পদের নাম- ফিল্ড ইনভেস্টিগেটর / Field Investigator

শূন্যপদ – এখানে 2 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – এখানে আবেদন করার জন্য প্রার্থীদের Social Science এ 55% নম্বর সহ পোস্ট গ্র্যাজুয়েট করে থাকতে হবে। সঙ্গে কম্পিউটার এবং টাইপিং দক্ষতা, ফিল্ড ওয়ার্কের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা – বিজ্ঞপ্তিতে উল্লেখিত নেই। তবে ১৮ বছরের বেশি বয়স হলেই আবেদন করা যাবে। 

বেতনক্রম – মাসিক 15,000 টাকা করে বেতন বাবদ দেওয়া হবে প্রার্থীদের।

নিয়োগের সময়সীমা – 3 মাসের জন্য এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন প্রক্রিয়া

এখানে অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য প্রার্থীদের www.rbu.ac.in ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে হবে। নোটিশের 3 নং পেজে আবেদনপত্রটি (Application Form) রয়েছে। সেটি A4 সাইজের পেজে প্রিন্ট করতে হবে।

তারপর প্রিন্ট করা ওই আবেদনপত্রটি নিজের যাবতীয় তথ্য দিয়ে ফিলাপ করে তার সাথে প্রয়োজনীয় নথি এবং ডিমান্ড ড্রাফটের একটি চেক খামে ভরে পাঠিয়ে দিতে হবে নীচের ঠিকানায়।

আবেদনপত্র পাঠাবার ঠিকানা

Office of the Development Officer at 56A, B.T. Road, Kolkata – 700050.

আবেদন ফি

1 নং পদের জন্য 200 টাকা এবং 2 নং পদের জন্য 100 টাকা আবেদন ফি বাবদ আবেদনকারী প্রার্থীদের জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা

রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের এই চাকরির জন্য আবেদন জানাবার শেষ হচ্ছে তারিখ 09/06/2023। 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇

Previous articleপ্রাইমারি শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের জন্য নতুন এই বিজ্ঞপ্তি জারি করল পর্ষদ
Next articleকেন্দ্রীয় বিদ্যুৎ দফতরে চাকরি, ২৫ হাজার টাকা মাসিক বেতন | PGCIL Recruitment 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here