রাজ্যে রামকৃষ্ণ মিশনে চাকরি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ | Ramakrishna Mission Recruitment 2023

Ramakrishna mMssion Recruitment 2023

রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুরে একটি নন টিচিং শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। এখানের নিয়োগটি চুক্তি ভিত্তিক। নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিশদভাবে এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে, আরও জানতে এটি শেষ অবধি পড়ুন।

নোটিশ প্রকাশ- 14/07/2023

নিয়োগের বিস্তারিত তথ্য

যে পদে নিয়োগ হবে

অ্যাকাউন্টেন্ট / Accountant

শূন্যপদ 

এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই পুরুষ হতে হবে। নূন্যতম B.Com পাশ করে থাকতে হবে। এছাড়াও অ্যাকাউন্টস, কম্পিউটার অপারেশন, ইন্টারনেট, টাইপিং এবং ই-কমিউনিকেশন, ট্যালি, G.S.T এর সাথে এবং অন্যান্য কর সম্পর্কিত বিষয়ে সম্যক জ্ঞান থাকতে হবে।

বয়সসীমা 

এই পদের জন্য সর্বোচ্চ 40 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন।

বেতনক্রম

এই পদের জন্য প্রার্থীকে মাসিক 17,550 টাকা করে দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি 

এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীকে নিয়োগ করা হবে এখানে।

আবেদন পদ্ধতি

এখানে আবেদন করতে হবে অফলাইনে। আবেদন করার জন্যে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে। সেটি প্রিন্ট করিয়ে নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। ফর্মের সাথে প্রয়োজনীয় নথি অর্থাৎ, পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করতে হবে। এরপর নিজেদের দুই কপি ছবি এবং সাইন সঠিক জায়গায় বসিয়ে আবেদনপত্রের ফর্মটি হাতে করে দিয়ে আসতে হবে নীচের ঠিকানায়। সাথে দিতে হবে আবেদন মূল্যও।

আবেদন জমা দেওয়ার ঠিকানা

Ramakrishna Mission Vidyalaya
(A Residential School for boys with H. S. Section)
Narendrapur, Kolkata-700103

আবেদন মূল্য 

প্রার্থীদের 200 টাকা করে আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে।

আবেদনের তারিখ

28 জুলাই, 2023 তারিখের বিকেল 4.30 টা পর্যন্ত এখানে আবেদন করা যাবে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

Previous articleরাজ্যে কোন দফতরে কত জন চাকরি করছেন জানতে চাইলো নবান্ন, রইলো বিস্তারিত আপডেট
Next articleস্কুলে 6329 টি শূন্যপদে নন টিচিং এবং টিচিং পদে চাকরি! পদের নাম, মাসিক বেতন এবং আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here