আমাদের রাজ্যে ব্লক ডাটা ম্যানেজার (Block Data Manager) এবং অন্যান্য পোস্টে কর্মী নিয়োগ করা হবে। বছরের শুরু থেকেই স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ক্রমাগত একটার পর একটা নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েই চলেছে। আজকের প্রতিবেদনে আমরা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে প্রকাশিত অন্য একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব।
পূর্ব মেদিনীপুর জেলার হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি থেকে এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনকারী প্রার্থীদের NHM/XVFC প্রোগ্রামের অধীনে সম্পূর্ণ কন্ট্যাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে। রাজ্যের অন্তর্গত সমস্ত জেলা থেকে নারী-পুরুষ নির্বিশেষে সকল চাকরি প্রার্থীরাই করতে পারবে।
এখানে কি কি পদে নিয়োগ করা হবে, বেতন কত দেওয়া, শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, বয়স কত দরকার, নিয়োগ কিভাবে হবে, আবেদন কিভাবে করতে হবে ইত্যাদি সমস্ত তথ্য জানতে নিজের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ে নিন।
WB Block Data Manager and Others Recruitment
নোটিশ নম্বরঃ CMOH/Pbmd/DPMU/335
নোটিশ প্রকাশের তারিখঃ 19.01.2023
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
(1) পদের নামঃ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট (Clinical Psychologist)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 30,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সাইকোলজি বা ক্লিনিক্যাল সাইকোলজি বা অ্যাপ্লায়েড সাইকোলজি বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি পাশ করে থাকতে হবে। এছাড়াও কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 2 টি।
(2) পদের নামঃ ব্লক এপডোমায়োলজিস্ট (Block Epidemiologists)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 35,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে লাইফ সাইন্স বা এপিডোমায়োলজি বিষয়ে M.Sc বা BAMS/BHMS/BUMS পাশ করা থাকলে আবেদন করা যাবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 1 টি।
(3) পদের নামঃ ব্লক পাবলিক হেলথ ম্যানেজার (Block Public Health Manager)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 35,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পোষ্ট গ্রাজুয়েশন সহ লাইফ সাইন্স বিষয়ে M.Sc বা ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 1 টি।
(4) পদের নামঃ ব্লক ডাটা ম্যানেজার (Block Data Manager)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 22,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাশ করতে হবে এবং কম্পিউটার এপ্লিকেশনে 1 বছরের ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 2 টি।
(5) পদের নামঃ হসপিটাল অ্যাটেনডেন্ট (Hospital Attendant)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 10,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এর সঙ্গে 2 বছর হসপিটালে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স 19 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 2 টি।
(6) পদের নামঃ স্যানিটারি এটেনডেন্ট (Sanitary Attendant)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 10,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এর সঙ্গে 2 বছর হসপিটালে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স 19 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 2 টি।
(7) পদের নামঃ মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার (Multi Rehabilitation Worker)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 18,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজিওথেরাপি বিষয়ে ব্যাচেলর ডিগ্রী পাশ করে থাকতে হবে। এর সঙ্গে 2 বছর হসপিটালে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 14 টি।
(7) পদের নামঃ প্রোগ্রাম এসিস্ট্যান্ট (Programme Assistant)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 10,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা পাশ করে থাকতে হবে। এর সঙ্গে কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 1 টি।
নিয়োগ পদ্ধতি
আবেদনকারী প্রার্থীদের নিম্নলিখিত পর্যায়ে নিয়োগ করা হবে।
- লিখিত পরীক্ষা (Written Exam)
- কম্পিউটার টেস্ট (Computer Test)
- ইন্টারভিউ (Interview)
- ডকুমেন্ট ভেরিফিকেশন (Document Verification)
আবেদন পদ্ধতি
উপরের সমস্ত পদের ক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্ট বা নিজে হাতে গিয়ে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। এর জন্য কি কি করতে হবে তা নিচে আলোচনা করা হলো।
(1) প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি নিজের মোবাইলে বা কম্পিউটারে ডাউনলোড করে ভালোভাবে পড়ে নিতে হবে।
(2) এরপরে অফিসিয়াল বিজ্ঞপ্তির 7 নম্বর পেজের আবেদনপত্রটিকে একটি A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করতে হবে।
(3) এরপরে নির্দিষ্ট পদ অনুযায়ী সমস্ত তথ্য দিয়ে আবেদন পত্রটিকে ভালোভাবে পূরণ করতে হবে।
(4) আবেদনপত্র পূরণ করার পর শিক্ষাগত যোগ্যতা সহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলিকে জেরক্স করে তার ওপর সই করে আবেদন পত্রের সঙ্গে যুক্ত করতে হবে।
(5) আবেদনের পূর্বে ডিমান্ড ড্রাপ্টের মাধ্যমে আবেদন ফি হিসেবে কাস্ট অনুযায়ী 100 টাকা বা 50 টাকা দিতে হবে এবং সেই ডিমান্ড ড্রাপ্টের কপি আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে।
আবেদন ফি
জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা এবং SC/ST/PWD প্রার্থীদের ক্ষেত্রে 50 টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
To the Office of the CMOH & Secretary, District Health & Family Welfare Samiti, Purba Medinipur, Pin-721636.
গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ | 19.01.2023 |
আবেদন শুরু | 19.01.2023 |
আবেদন শেষ | 31.01.2023 |
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links)
✅ কাজকর্ম WhatsApp গ্রুপ- Join Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট- Click Here
✅ অফিসিয়াল নোটিশ- Download
✅ ডেইলি চাকরির আপডেট- Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 গোয়েন্দা বিভাগে গ্রুপ-সি MTS সহ আরো পদে চাকরির বিজ্ঞপ্তি
🎯 সুপারভাইজার সহ বিভিন্ন পদে চাকরি
🎯 রাজ্যে NHM এর অধীনে অনেকগুলি পোস্টে চাকরি