রাজ্যের ডি এল এড কলেজে স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি জারি হল। বিষয় ভিত্তিক শিক্ষক ও নন টিচিং স্টাফ পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে নারী-পুরুষ নির্বিশেষে সকল চাকরিপ্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারবেন।
আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে। আজকের প্রতিবেদনে রাজ্যের ডি.এল.এড (D.El.Ed) কলেজে স্টাফ নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমা, মোট শূন্যপদ, আবেদন পদ্ধতি সহ সমস্ত তথ্য এক এক করে জেনে নিন।
D.El.Ed. College Staff Recruitment
নোটিশ নম্বরঃ 86 PTTI/2022
নোটিশ প্রকাশের তারিখঃ 08.08.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নামঃ গেস্ট লেকচারার (Guest Lecturer)
বেতনঃ এই পদের জন্য প্রার্থীদের প্রতি ক্লাস পিছু 400 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে BCA করা থাকলে আবেদন করতে পারবেন এবং সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 02 টি।
(2) পদের নামঃ হোস্টেল ওয়ার্ডেন (Hostel Warden)
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাশ করা থাকলে আবেদন করতে পারবেন।
মোট শূন্যপদঃ 01 টি।
বয়সসীমাঃ
ওপরের উভয় পদের জন্য আবেদনকারীর বয়স 18 বছরের ঊর্ধ্বে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
আবেদন পদ্ধতিঃ
- আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে।
- সবার প্রথমে নিজের সম্বন্ধে সমস্ত তথ্য দিয়ে একটি বায়োডাটা বানাতে হবে।
- তারপরে বায়োডাটার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রগুলি যুক্ত করতে হবে।
- এবং সবশেষে একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট সময়ের মধ্যে উল্লিখিত ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- বয়সের প্রমাণপত্র (জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড)
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
- বসবাসের প্রমাণপত্র।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ
Office of the Purulia Govt. Spond. P.T.T.I. Purulia – 723147.
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 08.08.2022 |
আবেদন শুরু | 08.08.2022 |
আবেদন শেষ | 17.08.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-