ভারতের মিনিস্ট্রি অফ ডিফেন্স ‘অগ্নিপথ’ (Agnipath) নামের নতুন একটি স্কিম বা প্রকল্প চালু করলো। চলতি বছরেই ৪৬ হাজার শূন্যপদে দেশের ডিফেন্স বিভাগে যুবকদের চাকরি দেওয়া হবে। যদিও এটি চার বছরের জন্য নিয়োগ করা হবে। তবে স্যালারি প্যাকেজ এবং অন্যান্য প্যাকেজ দেওয়া হবে। যেগুলির সম্পর্কে আমরা এক এক করে জেনে নেবো।
অগ্নিপথ স্কিমের মাধ্যমে দেশের ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ার ফোর্সে নিয়োগ করা হবে। প্রতি বছরই এই তিন বিভাগে উক্ত স্কিমের মাধ্যমে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।
গত ১৪ জুন, মঙ্গলবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অগ্নিপথ (Agnipath) নামের এই স্কিম বা প্রকল্পের ঘোষনা করেছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিচালনাধীন ডিফেন্স ক্যাবিনেট কমিটি এই অগ্নিপথ (Agnipath) স্কিমের ছাড়পত্র দিয়েছে। এই অগ্নিপথ এর অধীনে যারা সার্ভিস বা চাকরি করবে তাদের বলা হবে অগ্নিবীর (Agniveer)।
Agnipath Agniveer Recruitment 2022
অগ্নিপথ স্কিমের অধীনে ৪৬ হাজার শুন্যপদে দেশের আর্মি, নেভি এবং এয়ার ফোর্সে নিয়োগ করা হবে। প্রতি বছরই এই পদ্ধতিতে নিয়োগ করা হবে। ভারতের মিনিস্ট্রি অফ ডিফেন্সের অফিসিয়াল ওয়েবসাইটে খুব শীঘ্রই এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।
বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। সেই অনুযায়ী ইচ্ছুক প্রার্থীরা তাদের পছন্দের বিভাগের জন্য আবেদন করতে পারবে।
ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ার ফোর্সের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন করা যাবে না।
Agnipath Scheme Details 2022
স্কিমের নাম | অগ্নিপথ (Agnipath) |
শুরু করেছে | ভারত সরকার |
নিয়োগ সংস্থা | ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক |
পোষ্টের নাম | আমর্ড ফোর্স |
2022 এর শুন্যপদ | 46,000 |
আবেদনের মাধ্যম | অনলাইন |
অফিসিয়াল ওয়েবসাইট | https://mod.gov.in |
The ‘Agnipath’ scheme approved by the CCS chaired by Prime Minister Shri @narendramodi is a truly transformative reform which will enhance the combat potential of the Armed Forces, with younger profile and technologically adept soldiers. #BharatKeAgniveer pic.twitter.com/2NI2LMiYVV
— Rajnath Singh (@rajnathsingh) June 14, 2022
অগ্নিপথ স্কিমের চাকরির যোগ্যতা (Agnipath Scheme Eligibility Criteria 2022)
- মাধ্যমিক (Madhyamik Pass) এবং উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।
- আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
অগ্নিপথ স্কিমের চাকরির বেতন প্যাকেজ (Agnipath Scheme Salary Package 2022)
বছর | মাসিক প্যাকেজ | হাতে থাকবে (70%) | কন্ট্রিবিউশন (30%) |
প্রথম বছর | 30,000 | 21,000 | 9000 |
দ্বিতীয় বছর | 33,000 | 23,100 | 9900 |
তৃতীয় বছর | 36,500 | 25,580 | 10,950 |
চতুর্থ বছর | 40,000 | 28,000 | 12,000 |
চার বছরের চাকরির শেষে সেবা নিধি প্যাকেজ (Seva Nidhi Package) হিসেবে 11 লক্ষ 71 হাজার টাকা দেওয়া হবে।
অগ্নিপথ স্কিমের চাকরির বয়সসীমা (Agnipath Scheme Age Limit 2022)
অগ্নিপথ স্কিমের অধীনের বিভিন্ন বিভাগের চাকরির জন্য আবেদনকারীর বয়স 17 বছর 6 মাস থেকে 23 বছরের মধ্যে হতে হবে।
অগ্নিপথ স্কিমের চাকরির আবেদন প্রক্রিয়া (Agnipath Scheme Application Process 2022)
মিনিস্ট্রি অফ ডিফেন্সের অফিসিয়াল ওয়েবসাইটে চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর আর্মি, নেভি এবং এয়ার ফোর্সে নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।
আর্মি, নেভি এবং এয়ার ফোর্সের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।
খুব শীঘ্রই অগ্নিপথ স্কিমের আওতায় ভারতের আর্মি, নেভি এবং এয়ার ফোর্সে নিয়োগ শুরু হয়ে যাবে। আবেদন প্রক্রিয়া শুরু হলে এই ওয়েবসাইট থেকে আপনি বিস্তারিত জানতে পারবেন।
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
আরো কর্মসঙ্গস্থান আপডেট-
- 4759 শুন্যপদে রাজ্যে কৃষি প্রযুক্তি সহায়ক নিয়োগের আপডেট
- রাজ্যে 7500 শুন্যপদে অস্থায়ী শিক্ষক নিয়োগের আপডেট
- রাজ্যে ট্যুরিস্ট গাইড নিয়োগের দারুন আপডেট