প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রচুর গ্রুপ-সি নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন | AOC Group C Recruitment 2023

AOC Group C Recruitment 2023

AOC Group C Recruitment 2023: ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় অর্থাৎ মিনিস্ট্রি অফ ডিফেন্স (Ministry of Defence) এর পক্ষ থেকে গ্রুপ-সি (Group-C) প্রচুর শূন্যপদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। মাধ্যমিক পাস চাকরি প্রার্থীদের জন্য এটি একটি ভালো সুযোগ হতে চলেছে। আপনি যদি মাধ্যমিক পাশ হয়ে থাকেন তাহলে AOC Recruitment 2023-এর যে কোন একটি পদের জন্য আবেদন করতে পারবেন। 

আবেদন করার আগে আজকের এই নিয়োগের বিষয়ে ভালোভাবে জেনে নিন। আবেদন করার লিংক এবং অফিসিয়াল বিজ্ঞপ্তির লিংক আপনি নিচে পেয়ে যাবেন। চলুন তাহলে এইবার আমরা জেনে নিই গ্রুপ-সি কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ঠিকই লাগবে কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে। 

AOC Group C Recruitment 2023

AOC Group C Recruitment 2023

নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর: AOC/CRC/2023/JAN/AOC-02

যে সমস্ত পদে নিয়োগ করা হবে:

(1) ট্রেডসম্যান মেট (Tradesman Mate)

(2) ফায়ারম্যান (Fireman)

মোট শূন্যপদ:

(1) ট্রেডসম্যান মেট- 1249 টি (UR-508, EWS-124, OBC-337, SC-187, ST-93, ESM-125, MSP-63, PwBD-49) 

(2) ফায়ারম্যান-  544 টি (UR-222, EWS-54, OBC-147, SC-81, ST-40, ESM-54, MSP-27, PwBD-20) 

মাসিক বেতন: 

(1) ট্রেডসম্যান মেট- পে লেভেল 1 অনুযায়ী প্রতি মাসে 18,000 থেকে 55,900 টাকা। 

(2) ফায়ারম্যান- পে লেভেল 2 অনুযায়ী প্রতি মাসে 19,900 থেকে 63,200 টাকা। 

শিক্ষাগত যোগ্যতা: 

নিয়োগের যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেটি Indicative নোটিশ। আগামী দিনে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলে তাতে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানানো থাকবে। তবে মাধ্যমিক পাস হয়ে থাকলেই এই পদে গুলির জন্য আবেদন করা যাবে। 

আবেদনের জন্য বয়স সীমা:

উপরের দুটি পদের ক্ষেত্রেই আবেদন করার জন্য আবেদনকারীর বয়স 18 বছরের বেশি থাকতে হবে। 

যে সমস্ত রিজিয়নে নিয়োগ করা হবে:
  • Eastern, Western, Northern, Southern, South Western, Central West, Central East Region-এই ৬ টি রিজিয়নে নিয়োগ করা হবে।
  • রিজিয়ন অনুযায়ী রাজ্য, ইউনিয়ন টেরিটরির নাম এবং শূন্য পদের বিন্যাস অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করার লিংক নিচে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে সেটি ডাউনলোড করতে পারবেন। 
আবেদন প্রক্রিয়া:
  • AOC-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মধ্যে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর 21 দিনের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে নিতে হবে। 
  • আবেদন করার লিংক নিচে দেওয়া রয়েছে। ওই লিংকে ক্লিক করলেই নতুন আবেদন করার পেজ ওপেন হবে। সেখানে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর রেজিস্ট্রেশন করার পর আবেদনকারীকে অনলাইন আবেদন করার একটি ফর্ম সঠিক হবে সম্পন্ন করতে হবে। 

বি:দ্র: প্রতিদিন নতুন কোনো চাকরি এবং কাজের আপডেট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকুন। 

Join Kajkarmo Telegram.jpeg

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 

👇👇👇👇 

কাজকর্ম WhatsApp গ্রুপ- Join Now

নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইটClick Here

নিয়োগের অফিসিয়াল নোটিশ- Download

অনলাইনে আবেদন করুন- Apply Now

 ডেইলি চাকরির আপডেট- Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇