আদালতের নির্দেশ পেলে ৭ দিনের মধ্যে নিয়োগ, জানালেন শিক্ষামন্ত্রী

Appointment within 7 days after getting the court order, said Education Minister
WhatsApp Group Join Now

পশ্চিমবঙ্গে যখন শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিক মামলা চলছে আদালতে, ঠিক সেই সময়েই প্রতিবেশী রাজ্য বিহার এক সাথে 1 লক্ষ 20 হাজার অস্থায়ী শিক্ষক নিয়োগ করে নজির গড়ে ফেলেছে। JDU ও RJD জোট সরকারের উদ্যোগে অস্থায়ী শিক্ষক নিয়োগ করে তাদের স্থায়ী করণের ব্যাপারটি বিহার যদি পারে, বাংলা তবে পারছে না কেন? সাংবাদিকরা এই প্রশ্ন করে বসেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে

প্রশ্নের উত্তরে ব্রাত্য বলেন, ‘আদালতের নির্দেশ পেলে সাত দিনের মধ্যে নিয়োগ করে দেখিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।’ পাশাপাশি বিক্ষোভরত শিক্ষকদের জন্য সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘যারা চাকরির দাবিতে পথে বসে আছেন তাঁদের জন্য মমতাদি খুবই দুঃখিত’।

এরই সাথে শিক্ষামন্ত্রীর সংযোজন, ‘বিহারের বিরোধী দলেরা পশ্চিমবঙ্গের বিরোধী দলের মতো মামলা করে না। মামলা করলেই সবটা ভেস্তে যাবে। বাংলায় গোটা নিয়োগটাই আদালতে আটকে আছে আদালত নির্দেশ দিলে 7 দিনের মধ্যে নিয়োগ করে দেখিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।’

তবে, শিক্ষামন্ত্রীর কথা বিরোধিতা করেছেন আইনজ্ঞদের একাংশ। তাঁদের বক্তব্য, নিয়োগ আটকে থাকার জন্য ঘুরিয়ে আদালত ও বিরোধীদের দায়ী করা একেবারেই উচিত হয় নি শিক্ষামন্ত্রীর। মামলায় সারবত্তা রয়েছে বলেই আদালত তা গ্রহণ করেছে। এমনকি, তদন্তের সময়তেই একে একে মারাত্মক সব দুর্নীতি ধরা পড়ছে। নাম জড়াচ্ছে বিভিন্ন হেভিওয়েট নেতা মন্ত্রীর

এছাড়াও রয়েছে স্টাফ সিলেকশন কমিশনের অসহযোগিতা। কারণ, এক এক আদালতে এক এক সময় এক এক রকম কথা বলে ধোঁয়াশা তৈরি করছে SSC। এরই ফলে, মামলার শুনানিতে যে বিশেষ বেঞ্চ গঠন করেছে তার বিচারপতি দেবাংশু বসাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, SSC-কে আর ভরসা করা যায় না। তাহলে নিয়োগ আটকে রাখা হচ্ছে কেন? সরকার চাইলে খুব সহজেই আটকে থাকা নিয়োগ প্রক্রিয়া ফের চালু করতে পারে। ঠিক যেমন হুগলিতে মৃত ব্যক্তিদের নামে প্রাথমিকে শিক্ষকের নিয়োগপত্র পাঠিয়েছিল সরকার।

তবে সামনেই লোকসভা ভোট। এখনও পর্যন্ত শিক্ষক নিয়োগ নিয়ে তৈরি হওয়া সমস্যার কোনো সমাধান করতে পারেনি সরকার। এর প্রভাব ভোট বাক্সে পড়বে কিনা প্রসঙ্গে তিনি জানান, ‘এসবের কোনও প্রভাব ভোটে পড়বে না। মমতা বন্দ্যোপাধ্যায় ভুল স্বীকার করেছেন। তিনি বিষয়টি সংশোধন করে নিতেও বলেছেন। যে সব চাকরিপ্রার্থী রাস্তায় বসে আছেন তাঁদের জন্য মমতাদি খুবই দুঃখতি। মমতাদির ওপর ওদের যে ভরসাটা রয়েছে অন্য কোনও নেতার ওপরে নেই।’

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 আবার কী বদলাতে চলেছে মাধ্যমিক পরীক্ষার সময়? কী জানাচ্ছে পর্ষদ?

👉 রাজ্যে নতুন ১৯০০ শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ, শুরু হলো নিয়োগের প্রস্তুতি

👉 মিনিস্ট্রি অফ ডিফেন্সে গ্রুপ-সি পদে চাকরি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ

👉 UPSC তে স্পেশালিস্ট সহ বিভিন্ন পদে নিয়োগ, ১ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে

👉 চাইল্ড ওয়েলফেয়ার অফিসার সহ বিভিন্ন পদে চাকরি, মাসিক বেতন ২৩ হাজার ১৭০ টাকা

WhatsApp Group Join Now

Previous article৮৩৬ শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর নিয়োগ, ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবে
Next articleরাজ্যে বিদ্যুৎ দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here