রাজ্যে আবারো আশা কর্মী নিয়োগ, আরো একটি জেলায় নিয়োগ শুরু হল

Asha Karmi Recruitment in Alipurduar

রাজ্যের মহিলাদের জন্য চাকরির এটি একটি দারুন আপডেট। কয়েকমাস ধরে রাজ্যের বিভিন্ন জেলাতে আশা কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। 

রাজ্য মিশন অধিকর্তা, জাতীয় স্বাস্থ্য মিশনের নির্দেশ অনুযায়ী আলিপুরদুয়ার জেলার বিভিন্ন ব্লকে আশা কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হল। অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যে সম্পর্কে আজকে বিস্তারিত জানানো হবে। 

Asha Karmi Recruitment in Alipurduar

অফিসিয়াল বিজ্ঞপ্তি নম্বরঃ  ৩২০ 

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ  10.05.2022

আবেদনের মাধ্যমঃ  অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 

পদের নামঃ  আশা কর্মী (ASHA Karmi)

বেতনঃ  প্রতি মাসে 4500 টাকা করে বেতন দেওয়া হবে। 

বয়সসীমাঃ  আশা কর্মী পদে চাকরির জন্য আবেদনকারীর বয়স 30-40 বছর হতে হবে। ST, SC শ্রেনির মহিলাদের বয়স হতে হবে 22-40 বছর। বয়সের হিসেব করতে হবে 01.01.2022 তারিখ অনুযায়ী। 

শিক্ষাগত যোগ্যতাঃ  মাধ্যমিক পাশ করতে হবে। মাধ্যমিকের বেশি যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে। তবে সেক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিকের নম্বরই দেখা হবে। 

বিশেষ যোগ্যতাঃ   

  • আবেদনকারীকে অবশ্যই বিবাহিতা/ বিধবা/ আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্না মহিলা হতে হবে। 
  • যে গ্রামে নিয়োগ করা হবে আবেদনকারীকে সেই গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। 

শুন্যপদঃ  মোট 87 টি শুন্যপদে আশা কর্মী নিয়োগ করা হবে। 

নিয়োগের স্থানঃ  আলিপুরদুয়ার জেলার বিভিন্ন ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রামে নিয়োগ করা হবে। কোন ব্লকে কোন কোন গ্রামে আশা কর্মী নিয়োগ করা হবে তা অফিসিয়াল নোটিশের ৩ নম্বর পেজে দেওয়া আছে।

নিচের লিংকে ক্লিক করে অফিসিয়াল নোটিশটি মোবাইলে ডাউনলোড করে এক এক করে দেখে নিতে পারবেন। 

যেসমস্ত ব্লকে নিয়োগ করা হবেঃ

(1) আলিপুরদুয়ার I

(2) আলিপুরদুয়ার II

(3) মাদারিহাট 

(4) কালচিনি

(5) কুমারগ্রাম 

(6) ফালাকাটা 

নিয়োগ প্রক্রিয়াঃ  মাধ্যমিকে প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা  হবে।

আবেদন প্রক্রিয়াঃ 

আবেদন করার জন্য একটি ফর্ম ফিল আপ করে নির্দিষ্ট বিডিও অফিসে জমা করতে হবে। আবেদন করার ফর্মটি অফিসিয়াল বিজ্ঞপ্তির ৬ নম্বর পেজে দেওয়া আছে। 

যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে ৬ নম্বর পেজ থেকে আবেদন করার ফর্মটি A4 পেজে প্রিন্ট করতে হবে। 

প্রিন্ট করার পর ফর্মটি সঠিকভাবে পুরন করতে হবে। তারপর ফর্মের সাথে দরকারি কিছু ডকুমেন্টের জেরক্স জুড়ে দিতে হবে। সবকিছু ঠিকঠাক করে সব কাগজগুলিকে একটি খামে ভরতে হবে। এবার আবেদনপত্রের খামটিকে নির্দিষ্ট বিডিও অফিসে জমা করতে হবে। 

আবেদনপত্রের সাথে যেসমস্ত নথিপত্র দিতে হবেঃ 

(1) জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড 

(2) ভোটার কার্ড অথবা রেশন কার্ড 

(3) কাস্ট সার্টিফিকেট (SC, ST, OBC দের ক্ষেত্রে প্রযোজ্য) 

(4) মাধ্যমিকের মার্কশীট 

(5) প্রার্থীর স্বাক্ষর সহ দুই কপি পাসপোর্ট সাইজের ছবি 

(6) ৫ টাকার ডাক টিকিট সহ নিজের ঠিকানা লেখা সহ খাম 

আবেদন ফিঃ  আবেদন করতে কোনো টাকা লাগবে না। 

গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ  10.05.2022
আবেদন শুরু  10.05.2022
আবেদন শেষ 27.05.2022

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

▶️ অফিসিয়াল নোটিশঃ Download

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update