পশ্চিমবঙ্গের একটি জেলার বিডিও অফিসে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। মুর্শিদাবাদ জেলায় মিড ডে মিল প্রকল্পে নিয়োগ করা হবে। মুর্শিদাবাদ জেলায় নিয়োগটি করা হলেও পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই আবেদন করতে পারা যাবে।
এই নিয়োগের ক্ষেত্রে ঠিক কারা আবেদন করতে পারবে, কয়টি শুন্যপদ আছে, বেতন কত দেওয়া হবে এবং আবেদন করার প্রক্রিয়া বিস্তারে নিচে জানানো হয়েছে।
Assistant Accountant Recruitment Murshidabad
নোটিশ নম্বরঃ 4533 (61)/MDM/En
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে
পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট (Assistant Accountant)
বেতনঃ প্রতি মাসে ১১ হাজার টাকা
বয়সসীমাঃ আবেদন কারীর বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে। 01.01.2021 তারিখ অনুযায়ী বয়সের হিসেব করা হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ অবসরপ্রাপ্ত কর্মীদের সরকারী অফিসে অ্যাকাউন্ট্যান্ট বিষয়ে পাঁচ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। কেবল মাত্র অবসর প্রাপ্ত প্রার্থীরাই এই পদে আবেদন করতে পারবেন।
শুন্যপদঃ 1 টি
আবেদন প্রক্রিয়াঃ এই পদটির জন্য প্রার্থীদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে হবে। তারপর নোটিশের ৩ নম্বর পেজে থাকা আবেদন করার ফর্মটি A4 পেজে প্রিন্ট করতে হবে। তারপর ফর্মটি সঠিকভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করা হলে ফর্মের সাথে দরকারী কিছু ডকুমেন্টের জেরক্স জুড়ে দিয়ে একটি খামে ভরতে হবে এবং মুর্শিদাবাদ জেলার সুতি বিডিও অফিসের ড্রপ বক্সে জমা করতে হবে।
আবেদন ফর্ম কোথায় জমা করবেনঃ Block Development officer, Suti- 2, Murshidabad এর ড্রপ বক্সে জমা করতে হবে
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 21.12.2021 |
আবেদন শুরু | 21.12.2021 |
আবেদন শেষ | 20.01.2022 |
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ অফিসিয়াল নোটিশঃ Download
▶️ আবেদন করার ফর্মঃ Download
▶️ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোনঃ Join Now
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-