সরকারি স্কুলে অ্যাসিস্ট্যান্ট শিক্ষক নিয়োগ- 33,400 টাকা মাসিক বেতন

Lighthouse For the Blind Assistant Teacher Recruitment

পশ্চিমবঙ্গের কোলকাতার একটি স্কুলে বিভিন্ন বিষয়ের অ্যাসিস্ট্যান্ট শিক্ষক (টিচার) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। Lighthouse For the Blind নামের সরকারি সাহায্যপ্রাপ্ত এই স্কুলে নিয়োগ করা হবে। ঐ স্কুলের পক্ষ থেকেই নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।

ঠিক কোন কোন বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি থাকলে আবেদন আবেদন করতে পারবেন, শুন্যপদ কয়টি রয়েছে এবং ঠিক কিভাবে আবেদন করতে হবে তা আজকে আমরা জানবো। 

Lighthouse For the Blind Assistant Teacher Recruitment

পদের নামঃ  অ্যাসিস্ট্যান্ট শিক্ষক (Assistant Teacher)

যেসমস্ত বিষয়ে নিয়োগ করা হবেঃ

(1) বাংলা- 1

(2) ইংরেজি- 1

(3) গণিত- 1

(4) বায়ো সায়েন্স-1

বেতনঃ  প্রতি মাসে 33,400 – 86,100 টাকা

বয়সসীমাঃ  আবেদনকারীর বয়স 39 বছরের কম থাকতে হবে। 

বয়সের ছাড়ঃ  SC, ST শ্রেনিরা 5 বছরের এবং OBC শ্রেনিরা 3 বছরের ছাড় পাবে। 

শিক্ষাগত যোগ্যতাঃ  যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে নির্দিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। সেইসাথে যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে Teaching the Blind এর সার্টিফিকেট থাকতে হবে। 

আবেদন প্রক্রিয়াঃ  আবেদনকারীকে তার একটি বায়োডাটা বানাতে হবে। ঐ বায়োডাটার সাথে দরকারি সমস্ত ডকুমেন্টগুলিকে জুড়ে দিতে হবে। তারপর সেগুলিকে একটি খামে ভরতে হবে। খামের মুখ বন্ধ করে নিচের দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। 

আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ

Principal/ Secretary, Lighthouse for the Blind, 174, Shyamaprasad Mukherjee Road, Kolkata- 700026. 

গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ  27.04.2022
আবেদন শুরু  27.04.2022
আবেদন শেষ 11.05.2022

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

▶️ অফিসিয়াল নোটিশঃ Download

▶️ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোনঃ Join Now

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

আরো চাকরির আপডেট-