সরকারি অ্যাটমিক এনার্জি দপ্তরে গ্রুপ-C পদে কর্মী নিয়োগ, মাসিক বেতন 25 হাজার 500 থেকে শুরু | Atomic Energy Group-C Recruitment 2022

Atomic Energy Group-C Recruitment Details

ভারত সরকারের অন্তর্গত অ্যাটমিক এনার্জি (Atomic Energy) দপ্তর পক্ষ থেকে গ্রুপ-সি (Group-C) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অ্যাটমিক এনার্জি দপ্তরের অধীনে এই চাকরির জন্য প্রতিমাসে পে লেভেল 4 অনুযায়ী শুরুতে 25 হাজার 500 টাকা থেকে বেতন দেওয়া হবে। পরে এই বেতনের পরিমান অবশ্য বাড়বে। 

রাজ্যের বেকার চাকরিপ্রার্থীদের কাছে এটি একটি অন্যতম সুযোগ। অল ইন্ডিয়া চাকরির শূন্যপদ থাকায় এখানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকেই চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। 

এই চাকরির ক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, মোট শূন্যপদ, বেতন, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ সমস্ত তথ্য নিচের প্রতিবেদনে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো। নিয়োগের ব্যাপারে সবকিছু জেনে নিন, তারপর যোগ্যতার বিচারে আবেদন করুন। 

Atomic Energy Group-C Recruitment Details

অ্যাটোমিক এনার্জি দপ্তরে নিয়োগের তথ্য  (Atomic Energy Group-C Recruitment Details)
নিয়োগ সংস্থা (Recruitment Organization) Directorate of Purchase & Stores (DPS)
পোষ্টের নাম (Post Name) জুনিয়র পারচেস অ্যাসিস্ট্যান্ট বা জুনিয়র স্টোর কিপার (Group-C)
চাকরির ধরণ (Job type) স্থায়ী সরকারি চাকরি (Permanent Govt. Job)
মোট শূণ্যপদ (Total Vacancy) 70 টি
বেতন (Salary) 25,500 থেকে 81,100 টাকা
অফিসিয়াল ওয়েবসাইট (Official Website) dpsdae.formflix.in
আবেদনের মাধ্যম (Application Mode) অনলাইন (Online)

নোটিশ নম্বরঃ 1/DPS/2022

নোটিশ প্রকাশের তারিখঃ 20.10.2022

আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

পদের নামঃ জুনিয়র পারচেস অ্যাসিস্ট্যান্ট বা জুনিয়র স্টোর কিপার (Junior Purchase Assistant/Junior Storekeeper)

বেতনঃ এই পদের জন্য পে লেভেল 4 অনুযায়ী প্রতিমাসে 25,500 থেকে 81,100 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ অ্যাটমিক এনার্জি দপ্তরেে এই গ্রুপ-C চাকরির জন্য আবেদনকারী প্রার্থীকে কমপক্ষে 60% নম্বর নিয়ে সাইন্স বিভাগ বা কমার্স বিভাগে গ্রাজুয়েশন পাশ করে থাকতে হবে। এছাড়াও মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা পাশ করা থাকলেও আবেদন করা যাবে।

বয়সসীমাঃ প্রার্থীর বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

মোট শূন্যপদঃ এখানে সবমিলিয়ে 70 টি শূন্যপদে নিয়োগ করা হবে।

নিয়োগ পদ্ধতি

  • এখানে প্রার্থীদের প্রথমে একটি অবজেক্টিভ টাইপ টেস্ট নেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ডেসক্রিপ্টিভ টাইপ টেস্ট নিয়োগ হবে। এই দুই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ করা হবে।
  • প্রথমের অবজেক্টিভ টেস্টে M.C.Q ধরনের প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 নম্বর।
  • প্রশ্নের ভাষা হবে ইংলিশ এবং হিন্দি ভাষায়। 

আবেদন পদ্ধতি

  • ভারত সরকারের অন্তর্গত অ্যাটমিক এনার্জি দপ্তরের এই পদের জন্য অনলাইনের দ্বারা আবেদন করতে হবে।
  • প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • অফিসিয়াল ওয়েবসাইটে নিজের নাম ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
  • রেজিস্ট্রেশন হয়ে যাবার পর লগইন করলে আবেদন পত্রটি সামনে চলে আসবে।
  • এরপর যথাযথভাবে আবেদন পত্রটিকে পূরণ করতে হবে এবং এর সাথে সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
  • সবশেষে 200 টাকা আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।

আবেদন ফি

আবেদন ফি হিসেবে জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে 200 টাকা ধার্য করা হয়েছে এবং SC/ST/OBC এবং মহিলা প্রার্থীদের জন্য কোনো আবেদন নেওয়া হবে না।

গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
নোটিশ প্রকাশ 20.10.2022
আবেদন শুরু 20.10.2022
আবেদন শেষ 10.11.2022

বিঃদ্র: নতুন কোনো চাকরির আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মসেজটি প্লিজ Ignore করুন।  

Important Links:  👇👇

কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন: Click Here

✅ Telegram Channel: Join Now

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

🔽 অফিসিয়াল নোটিশঃ Download

আবেদন করার লিংকঃ Apply Now

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

🔥 আরো চাকরির আপডেট 👇👇

🎯 অস্ত্র কারখানায় গ্রুপ-C পদে চাকরি

🎯 রাজ্যে ক্লার্ক পদে চাকরির জন্য বিজ্ঞপ্তি জারি

🎯 রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে ডাটা ম্যানেজার পদে নতুন চাকরি