পশ্চিমবঙ্গের বীরভূম জেলার আয়ুষ দফতর (সমিতিতে) কিছু সংখ্যক শূন্যপদে নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকেই প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই নিয়োগের যাবতীয় তথ্য আমরা নিচে পরপর জানিয়ে দিয়েছি। আপনি যদি আবেদন করার কথা ভেবে থাকেন তাহলে আগে বিস্তারিত জেনে নিন।
আয়ুষ দপ্তরে নিয়োগের বিস্তারিত তথ্য
1. আয়ুষ মেডিক্যাল অফিসার- ফর টেলি মেডিসিন (AYUSH Medical Officer- For Tele Medicine)
মোট শূন্যপদ- এখানে মোট 01 (UR-01) টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের রিটায়ার্ড HMD/SMD হতে হবে।
বয়সসীমা- সর্বোচ্চ 62 বছর বয়স অবধি এখানে আবেদন করতে পারবেন প্রার্থীরা।
বেতনক্রম- দৈনিক 1000 টাকা করে এখানে বেতন দেওয়া হবে। সর্বোচ্চ 20 দিন কাজ করতে হবে। অর্থাৎ, এখানে প্রার্থীকে 20,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া- Academic এ 50, Experience এ 30 এবং Interview তে 20 নম্বর থাকবে। এইভাবে মোট 100 নম্বরের উপর প্রার্থীদের প্রাপ্ত নম্বরের হিসেবে মেরিট লিস্ট তৈরি করা হবে।
2. মাল্টি টাস্কিং স্টাফ ফর আয়ুষ টেলি মেডিসিন (MTS for AYUSH Tele-Medicine)
শূন্যপদ- এখানে মোট 01(UR-1) টি শূন্যপদে নিয়োগ করা হবে।
যোগ্যতা- যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ করার সাথে 1 বছরের কম্পিউটার ডিপ্লোমা করে থাকতে হবে। কম্পিউটারে সম্যক জ্ঞান থাকা প্রয়োজন এক্ষেত্রে। পাশাপাশি থাকতে হবে ডাটা প্রসেসিংয়ের কাজে নূন্যতম 5 বছরের অভিজ্ঞতা।
তবে আয়ুশ বিভাগে কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা- 21 বছর বয়স থেকে সর্বোচ্চ 40 বছর বয়স অবধি এখানে আবেদন করতে পারবেন প্রার্থীরা।
বেতনক্রম- দৈনিক 500 টাকা করে এখানে বেতন দেওয়া হবে। সর্বোচ্চ 20 দিন কাজ করতে হবে। অর্থাৎ, এখানে প্রার্থীকে 10,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া- প্রার্থীদের Class-X এর জন্য 5, Class-XII এর জন্য 5, Graduation এর জন্য 5, Experience এর জন্য 5, Desirable Experience এ 5, Computer Test এ 20, Viva তে 5 এভাবে মোট 50 নম্বরের উপর প্রার্থীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হবে।
আবেদন প্রক্রিয়া
এখানে অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের শেষে আবেদন পত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে।
ওই ফর্মের সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। সাথে আবেদন মূল্যের একটি ডিমান্ড ড্রাফট পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
Office of the chief Medical Officer of Health New Administrative Building Old Out Door Campus PO- Suri, District:-Birbhum Pin-731101, West Bengal.
আবেদন মূল্য
জেনারেল প্রার্থীদের জন্য 100 টাকা এবং অন্যান্য সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য 50 টাকা আবেদন মূল্য রাখা হয়েছে।
আবেদনের সময়সীমা
এখানে প্রার্থীদের 06.04.2023 তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করে ফেলতে হবে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 এগুলিও পড়ুন 👇👇
- টেটের পর ফের হবে সুপারটেট, জানুন বিস্তারিত
- রাজ্যের বিশ্ববিদ্যালয়ে 40 হাজার টাকা বেতনের চাকরি
- ৩০ হাজার টাকার বেতনে রাজ্যে IRCTC তে চাকরি
- রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে গ্রুপ-B স্থায়ী পদে চাকরি