বাংলা সহায়তা কেন্দ্রে নতুন কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন শুরু হয়েছে

Bangla Sahayata Kendra DEO Recruitment

পশ্চিমবঙ্গে আবারো বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগের অনলাইন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। নিয়োগ করা হবে ডাটা এনট্রি অপারেটর (Data Entry Operator) পদে। রাজ্যের ছেলে এবং মেয়ে উভয় চাকরিপ্রার্থীরা নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবে।

আপনাকে প্রথমেই জানিয়ে রাখছি, রাজ্যে বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ মূলত WEBEL টেকনোলজি লিমিটেড (WEBEL Technology Limited) এর মাধ্যমে হয়ে থাকে।

এইবার আমরা আজকের এই চাকরির নিয়োগের জন্য কি কি যোগ্যতা লাগবে, মাসিক বেতন কত করে দেওয়া হবে, বয়সসীমা কত হতে হবে, কিভাবে আবেদন করা যাবে ইত্যাদি বিষয়ে একে একে জেনে নেবো। আবেদন করতে চাইলে অবশ্যই বিস্তারিত জেনে তারপর আবেদন করবেন। 

Bangla Sahayata Kendra DEO Recruitment

পদের নাম

ডাটা এনট্রি অপারেটর (Data Entry Operator- DEO)

মাসিক বেতন

13,000 টাকা করে প্রতি মাসে বেতন দেওয়া হবে।

বয়সসীমা

আবেদনকারীর বয়স হতে হবে 18-40 বছরের মধ্যে। বয়সের হিসেব করা হবে 01.01.2022 তারিখ অনুযায়ী।

শিক্ষাগত যোগ্যতা 

(1) যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে (BA/ BSc/ BCom/ BCA) এর গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে।

(2) কমপক্ষে ৬ মাসের কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার কোর্স করা থাকতে হবে। এক বছর বা তার বেশি সময়ের কোর্স করা থাকলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। 

(3) কম্পিউটারে প্রতি মিনিটে কমপক্ষে 30 টি শব্দ টাইপ করতে পারতে হবে। 

নিয়োগ প্রক্রিয়া 

(1) শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আবেদনকারীদের শর্টলিস্ট করা হবে। 

(2) গ্র্যাজুয়েশনে এবং কম্পিউটার কোর্সে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে আবেদনকারীদের শর্টলিস্ট করা হবে।

(3) শর্টলিস্টেড প্রার্থীদের Typing, word, excel, PowerPoint, Proficiency in using internet, Handling of e-mail, Data Entry ইত্যাদি স্কিল টেস্ট নেওয়া হবে।

(4) সবশেষে ইন্টারভিউ নিয়ে উপযুক্ত প্রার্থীদের বাংলা সহায়তা কেন্দ্রের কাজে নিয়োগ করা হবে। 

আবেদন করার প্রক্রিয়া 

Webel Technology Limited এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীদের সুবিধার জন্য আবেদন করার লিংক নিচে দেওয়া হয়েছে।

আবেদন করার লিংকে ক্লিক করে আবেদনকারীকে প্রথমে তার মোবাইল নম্বর, ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

রেজিস্ট্রেশন করা হয়ে গেলে লগ ইন করে নিতে হবে। এরপর অনলাইনে দরকারি তথ্য ফর্ম ফিল আপ করতে হবে। আবেদন করার সময় দরকারি কিছু ডকুমেন্ট স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে। 

আবেদন করার জন্য দরকারি নথিপত্র (ডকুমেন্ট)

(1) শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র হিসেবে মার্কশীট এবং সার্টিফিকেট

(2) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট 

(3) আঁধার কার্ড অথবা ভোটার কার্ড 

(4) পাসপোর্ট সাইজের ছবি 

(5) এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত থাকা রেজিস্ট্রেশন নম্বর 

(6) অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)

(7) কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য হলে) 

(8) জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড 

আবেদন করার শেষ তারিখঃ  17 জুলাই 2022 তারিখ অবধি অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। 

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Join Kajkarmo Telegram.jpeg

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

▶️ অফিসিয়াল নোটিশঃ View Now

▶️ আবেদন করার লিংকঃ Apply Now

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

আরো চাকরির আপডেট-