কেন্দ্রীয় সরকারের অন্তর্গত সংস্থা BSNL এর তরফ থেকে বিভিন্ন পদে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দারুন বিষয় হচ্ছে, এখানে প্রশিক্ষণ চলাকালীনই প্রতিমাসে নির্দিষ্ট পরিমানে স্টাইপেন্ড অর্থাৎ স্যালারি বা বেতন দেওয়া হবে।
BSNL অ্যাপ্রেন্টিস নিয়োগের ক্ষেত্রে সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত সমস্ত জেলা থেকেই চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে।
এখানে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বেতন, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ সমস্ত নিচে জানানো হয়েছে।
BSNL Apprentice Recruitment 2022
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নামঃ গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস (Graduate Apprentice)
মোট শূন্যপদঃ 39 টি।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজিতে ডিগ্রী কোর্স পাশ করে থাকতে হবে।
(2) পদের নামঃ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (Technician Apprentice)
মোট শূন্যপদঃ 61 টি।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো রাজ্য সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজিতে ডিপ্লোমা এবং ডিগ্রী কোর্স পাশ করে থাকতে হবে।
স্টাইপেন্ডঃ
ওপরের দুই অ্যাপ্রেন্টিস পদের ক্ষেত্রে প্রতিমাসে 9,000 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।
বয়সসীমাঃ
এখানে প্রতিটি পদের ক্ষেত্রে অ্যাপ্রেন্টিস নিয়োগের নিয়ম অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
প্রশিক্ষণের সময়কালঃ
1 বছর প্রশিক্ষণ (Training) দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতিঃ
- শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বর
- ডকুমেন্টস ভেরিফিকেশন
- ইন্টারভিউ।
👍 নিচের দেওয়া লিংকে ক্লিক করে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিজের মোবাইলে ডাউনলোড (PDF Notice Download) করে আরো বিস্তারিত জানতে পারবেন।
আবেদন পদ্ধতিঃ
- BSNL অ্যাপ্রেন্টিস পদের জন্য ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে।
- নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
- নিজের ইমেইল আইডি কিংবা নিজের মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
- এরপর পুনরায় লগইন করে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
- তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 22.08.2022 |
আবেদন শুরু | 22.08.2022 |
আবেদন শেষ | 29.08.2022 |
👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 পশ্চিমবঙ্গে বিভিন্ন শূন্যপদে চাকরি