1/8: ‘যোজনা ফর ইউ’ (Yojana 4 U) নামের একটি ইউটিউব চ্যানেলে একটি ভিডিও করে জানানো হয়েছে, দেশের সমস্ত বিবাহিত এবং অবিবাহিত মহিলাদের কেন্দ্রীয় সরকারের তরফে এক লক্ষ টাকা করে প্রদান করা হবে। সোশ্যাল মিডিয়ায় তুমুল গতিতে ভাইরাল হয়ে গেছে এই ভিডিওটি।
2/8:কিন্তু মোদী সরকার কি সত্যিই এমন কোনো যোজনা চালু করতে চলেছে দেশের মহিলাদের জন্য? সত্যিটা ঠিক কী? আসুন জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে।
3/8:ওই ইউটিউব ভিডিয়োতে দেখানো হয়েছে, দেশের যেসব বিবাহিত মহিলাদের কাছে প্যান কার্ড আছে, তাঁরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে 1 লাখ টাকা করে পাবেন। PIB Fact Check এর টুইটার অ্যাকাউন্টে এই ভিডিওটির সত্যতা যাচাই করে একটি টুইট করা হয়েছে।
4/8:PIB এর টুইটার হ্যান্ডেলে জানানো হয়েছে, এই ভিডিওটি সম্পূর্ণ ভুয়ো। কেন্দ্রীয় সরকারের এমন কোনো যোজনা আদতে নেই। যোজনা ফর ইউ নামক ইউটিউব চ্যানেলটি সম্পূর্ণ মিথ্যে, বিভ্রান্তিকর এবং চাঞ্চল্যকর তথ্য ছড়াচ্ছে।
5/8:বর্তমানে এই ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা দেড় মিলিয়ন ছাড়িয়ে গেছে। অর্থাৎ, ইতিমধ্যেই দেড় মিলিয়নের বেশি মানুষ এই ভুয়ো ভিডিওটি দেখেছেন। এর ফলে সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
6/8:PIB তাদের টুইটার হ্যান্ডেলে টুইট করে দেশবাসীকে অনুরোধ করেছে এই ভুয়ো ভিডিওটি আর শেয়ার না করতে। ঠিক – ভুল যাচাই না করে কোনো ভুয়ো ভিডিও বা সোশ্যাল মিডিয়া পোস্টে ভরসা করা উচিত নয়। এর ফলে সাধারণ মানুষ প্রতারণার শিকার হতে পারেন, পাশাপাশি তাদের কষ্টার্জিত অর্থও নিমেষেই গায়েব হয়ে যেতে পারে।
7/8:সোশ্যাল মিডিয়ায় এমন ভুল বার্তা যুক্ত বহু জিনিসই ভাইরাল হয়ে থাকে। তবে টাকার সাথে যুক্ত বিষয়গুলিতে অগ্রসর হওয়ার আগে খুব ভালো করে তথ্য যাচাই করে নেওয়া উচিত। এছাড়াও নিজের যে কোনো তথ্য যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আধার বা প্যান কার্ডের ডিটেইলস অচেনা ব্যক্তিদের সাথে শেয়ার করবেন না। সর্বদা সতর্ক ও সচেতন থাকুন এবং কোনো মেসেজ, ভিডিও ইত্যাদি দেখে এগোবার আগে সেই সম্বন্ধে ভালো করে খোঁজ খবর নিন।
‘Yojna 4u’ नामक यूट्यूब चैनल के एक वीडियो में दावा किया जा रहा है कि केंद्र सरकार सभी पैन कार्ड धारक महिलाओं को ₹1,00,00 की नगद राशि प्रदान कर रही है#PIBFactCheck
— PIB Fact Check (@PIBFactCheck) March 9, 2023
▶️ इस वीडियो में किया गया दावा #फ़र्ज़ी है।
▶️ प्रमाणिक जानकारी के लिए कृपया आधिकारिक स्रोतों पर ही भरोसा करें। pic.twitter.com/Rl6NLZd5rR
8/8:আজকের এই প্রতিবেদনটি লেখার মূল উদ্দেশ্য হল আপনাকে সতর্ক করা। এমন অনেক ফেক নিউজ সোশ্যাল মিডিয়ায় হাওয়ার গতিতে ছড়িয়ে পড়ে এবং মানুষের মধ্যে বিভ্রান্তি ছাড়ায়। সব শেষে আপনাকে একটাই কথা বলার কোনো কিছু ভালো করে যাচাই না করে বিশ্বাস করবেন না বা পদক্ষেপ নেবেন না। আর এই তথ্যটি ভালো লাগলে আপনার বন্ধুবান্ধব এবং পিয়জনদের শেয়ার করুন, কেননা তাদেরও এই নিয়ে সতর্ক হওয়ার দরকার।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন।
এগুলিও পড়ুন 👇👇
- ৫টি উপায়ে বাড়িতে থেকেই ইনকাম করুন
- ১০০ তে ১০০ পেয়ে চাকরি পেলেন রহস্যময়ী ‘হট গার্ল’
- সরকারি চাকরির কোচিং-এর জন্য রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ