1/8: দেশের অন্যতম বৃহৎ মাল্টি ন্যাশনাল কোম্পানি টাটা কনসালটেন্সি সার্ভিস বা সংক্ষেপে TCS এর CEO রাজেশ গোপীনাথন চাকরি থেকে স্বেচ্ছাবসর নিয়েছেন। তাঁর পরিবর্তে বর্তমানে টিসিএসের দায়িত্ব সামলাচ্ছেন প্রধান কৃতীবাসন।
2/8: গোপীনাথনের সাথে টিসিএসের আরও চার বছরের চুক্তি ছিল, অর্থাৎ তিনি আরও চার বছর সহজেই টিসিএসের সিইও পদে বহাল থাকতেন। কিন্তু কেন হঠাৎ এই ইস্তফা দিলেন রাজেশ গোপীনাথন?
3/8: চাকরি থেকে পদত্যাগ করার পরে এই প্রসঙ্গে তিনি সংবাদমাধ্যমে বলেন, “যখন সবকিছু ভাল আছে তখনই শ্রেষ্ঠ সময় কাজ ছাড়ার। তাহলে ক্যারিয়ার সঠিক জায়গায় থাকে। উল্টে যখন আপনাকে সবাই বের করে দেওয়ার কথা ভাবছে, আপনি কোণঠাসা হয়ে গিয়েছেন। সেটা একদমই ঠিক সময় নয়।”
4/8: এই প্রসঙ্গে টিসিএসের তরফে অফিসিয়াল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, “টাটা কনসালটেন্সি সার্ভিসের সিইও তথা ম্যানেজিং ডিরেক্টরের পদ থেকে ইস্তফা দিয়েছেন রাজেশ গোপীনাথন। সংস্থায় ক্ষমতার রদবদল ও পরবর্তী উত্তরসূরীকে বেছে নেওয়ার কাজে সাহায্যের জন্য আগামী ১৫ সেপ্টেম্বর, ২০২৩ অবধি সংস্থায় থাকবেন।”
5/8: বর্তমানে কোম্পানির ব্যাঙ্কিং, ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইন্সুরেন্স বিজনেসের প্রধান দায়িত্বে আছেন প্রধান কৃতীবাসন। তিনি গত ১৬ মার্চ থেকে টাটা গ্রুপের সিইও পদে নবনির্বাচিত হয়ে দায়িত্ব সামলাচ্ছেন।
6/8: রাজেশ গোপীনাথনের একবছরের আয় কত ছিল? পরিসংখ্যান বলছে, ২০২১-২২ অর্থবর্ষে গোপিনাথনের আয় পূর্বের তুলনায় ২৬.৬ শতাংশ বেশি হয়েছে। গত বছরে তাঁর আয় ছিল ২৫.৭৫ কোটি টাকা।
7/8: বেতনের মধ্যে দেড় কোটি টাকা মূল বেতন, ২.২৫ কোটি টাকা বিভিন্ন ভাতা এবং অন্যান্য সুবিধা বাবদ পেয়েছেন এবং ২২ কোটি টাকা কমিশন হিসেবে তিনি আয় করেছেন। হিসাব করলে দেখা যাবে গত বছরে তাঁর দৈনিক আয় ছিল প্রায় ৭ লক্ষ টাকা।
8/8: শিক্ষাগত যোগ্যতার দিক থেকে দেখলে রাজেশ গোপিনাথন এনআইটি তিরুচিরাপল্লী থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার পর আইআইএম আহমেদাবাদ থেকে ম্যানেজমেন্টে পিজি ডিপ্লোমা করেন।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান।
এগুলিও পড়ুন 👇👇
- রাজ্যে নূন্যতম যোগ্যতায় গ্রুপ-D কর্মবন্ধু নিয়োগ
- বাম আমলে চাকরির নিয়োগ দুর্নীতি নিয়ে পদক্ষেপ মমতার
- ৮৪২ জন গ্রুপ-C কর্মীর চাকরি বাতিল, কার কত নম্বর বাড়ানো হয়েছিল?