রাজ্যে এই সমস্ত নিয়োগ নিয়ে ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী মমতা, অনুমতি সত্বেও কেন নিয়োগ হচ্ছে না?

Chief Minister Mamata is angry with all these appointments in the state

1/8: গত মঙ্গলবার মন্ত্রীসভার একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মুখ্যমন্ত্রী অনুমতি দেওয়ার পরেও নিয়োগ থমকে আছে বহু পদে, নিয়োগের ক্ষেত্রে কেন দেরী করছে সরকারি অফিসগুলি, এই নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

2/8: বর্তমানে নিয়োগ দুর্নীতি কান্ডে রাজ্যের শাসক দলের বহু হেভিওয়েট নেতার নাম জড়িয়েছে, ফলে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে তৃণমূল। অন্যদিকে সামনেই পঞ্চায়েত ভোট। তাই ভোটের আগে মানুষের মনে আগের ভাবমূর্তি ফিরিয়ে আনার জন্য নানান ভাবে চেষ্টা করে চলেছে রাজ্য সরকার।

3/8: এমতাবস্থায় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, রাজ্যের অনেক অফিসে শূন্যপদ রয়েছে, সেগুলি যোগ্য প্রার্থীদের দ্বারা পূরণ করতে। তবে সংশ্লিষ্ট দফতরগুলি এই বিষয়ে এখনও উদ্যোগ নেয়নি। এরই প্রেক্ষিতে মঙ্গলবার মন্ত্রীসভার বৈঠকে ক্ষোভ উগরে দেন তিনি।

4/8: ওই দিনের বৈঠকে তিনি বলেন, অনেক সরকারি দফতরেই বর্তমানে শূন্যপদ রয়েছে। সেই নিয়োগে তিনি আগেই ছাড়পত্র দিয়ে দিয়েছেন, তবুও সেই পদগুলিতে নিয়োগ হচ্ছে না। সংশ্লিষ্ট দফতর এবং সরকারি আধিকারিকেরা কেন অকারণে নিয়োগের ক্ষেত্রে দেরী করছেন, তা নিয়ে মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করেছেন।

5/8: রাজ্যের শাসক দলের বিরুদ্ধে অস্বচ্ছ নিয়োগ নিয়ে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই কাদা ছোড়াছুড়ি চলছে। কলকাতা হাইকোর্টেও শিক্ষক, অশিক্ষক থেকে পুরসভার নিয়োগে দুর্নীতির অভিযোগে অনেকগুলি মামলা চলছে।

6/8: পাশাপাশি আবার, শূন্যপদে দ্রুত কর্মী নিয়োগ, সরকারি চাকরির নিয়োগে স্বচ্ছতা এবং বকেয়া ডিএ নিয়ে রাজ্যে আন্দোলনও চলছে। সব মিলিয়ে রাজ্য সরকারের ভাবমূর্তি এখন তলানিতে। এরই মধ্যে মুখ্যমন্ত্রীর এ হেন মন্তব্যের ফলে নতুন করে চাপান-উতোর শুরু হল

7/8: মুখ্যমন্ত্রী যেসব শূন্যপদে নিয়োগের কথা বলেছেন, তার মধ্যে রয়েছে মৎস্য দফতরের অধীনে দু’টি কলেজ। এছাড়াও ফিশারিজ এক্সটেনশন অফিসার পদে ৮১ জনকে নেওয়া হবে।

8/8: নিয়োগ করা হবে কোষাধ্যক্ষ পদেও, এই তালিকায় রয়েছে মানিকতলা ইএসআই হাসপাতালে তিনজন, বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদে কোষাধ্যক্ষ পদে এক জনের অনুমোদন। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা জেলার শিশুরাম দাস কলেজ এবং কোচবিহারের এবিএন শীল কলেজেও একাধিক পদে কর্মী নিয়োগের প্রস্তাব পেশ করা হয়েছে ওই দিনের বৈঠকে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

এগুলিও পড়ুন 👇👇 

Previous articleসাউথ-ইস্টার্ন রেলওয়েতে নিয়োগ, কলকাতা বিভাগে চাকরির পোস্টিং
Next articleরাজ্যের CMOH অফিসের অধীনে চাকরি, পশ্চিমবঙ্গের সব জেলা থেকেই আবেদন করা যাচ্ছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here