পশ্চিমবঙ্গের একটি জেলাতে গ্রুপ-সি অফিস অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। যেকারনে ঐ জেলার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH) অফিস থেকে নতুন এক চাকরির বিজ্ঞপ্তি জারি হল। এক্ষেত্রে ইচ্ছুক এবং যোগ্য চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদন করার আগে অবশ্যই নিয়োগের বিষয়ে বিস্তারিত জেনে নেবেন যা আজকেরে আর্টিকেলে জানানো হয়েছে।
CMOH অর্থাৎ মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে হওয়া এই নিয়োগ এর ক্ষেত্রে কোন পদ রয়েছে, মাসিক বেতন কত দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কি থাকলে আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করতে হবে সবকিছুই আজকে পরপর জানানো হবে।
গ্রুপ-সি অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগের বিস্তারিত তথ্য (Group-C Office Assistant Recruitment Details)
বিজ্ঞপ্তি মেমো নম্বর: HFW-45025(12)/240/2022-7453
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: 14/10/2022
আবেদনের মাধ্যম: অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারা যাবে।
পদের নাম, মাসিক বেতন, যোগ্যতা ও শূন্যপদ এর বিবরণ:
পদের নাম: অফথালমিক অ্যাসিস্ট্যান্ট (Ophthalmic Assistant)
বেতন: প্রতিমাসে 18,000 টাকা করে উক্ত পদের জন্য বেতন দেওয়া হবে।
বয়সসীমা: 01/01/2022 তারিখ অনুযায়ী আবেদনকারী চাকরি প্রার্থীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা:
ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি বিষয় সহযোগে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে।
- প্যারামেডিকেল অফ অফথালমিক অ্যাসিস্ট্যান্টস কোর্সের দুই বছরের ডিপ্লোমা করতে হবে।
শূন্যপদ: 4 টি (UR-3, ST-1)
নিয়োগ প্রক্রিয়া:
ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউ (Interview) এর মাধ্যমে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে যোগ্য প্রার্থী বাছাই করে উক্ত পদে নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের তারিখ: 18/11/2022
ইন্টারভিউয়ের সময়: সকাল 11.00 টা থেকে দুপুর 2.00 টো পর্যন্ত ইন্টারভিউ নেওয়া হবে।
ইন্টারভিউয়ের স্থান: CMOH Office, Berhampore, Murshidabad.
নিয়োগের স্থান: মুর্শিদাবাদ জেলাতে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া:
(1) পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট (wbhealth.gov.in) থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
(2) ওয়েবসাইট ভিজিট করে প্রথমেই “Online Recruitment” লেখার উপরে ক্লিক করতে হবে। নতুন পেজ খুললে আবেদন করার লিংকটি খুঁজতে হবে।
(3) আবেদন করার লিঙ্ক এর উপর ক্লিক করলে প্রথমে আবেদনকারী চাকরিপ্রার্থীকে রেজিস্ট্রেশন করতে হবে।
(4) রেজিস্ট্রেশন করা হয়ে লগ ইন করে নাম, ঠিকানা শিক্ষাগত যোগ্যতা, বয়স ইত্যাদি তথ্য পূরণ করে অনলাইনে আবেদন করে নিতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
নোটিশ প্রকাশ | 14.10.2022 |
আবেদন শুরু | 18.10.2022 |
আবেদন শেষ | 09.11.2022 |
বিঃদ্র: নতুন কোনো চাকরির আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এটি প্লিজ Ignore করুন।
(গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি) Important Links: 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
✅ অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
✅ অফিসিয়াল নোটিশ | Download |
✅ আবেদন করুন | Apply Now |
✅ ডেইলি চাকরির আপডেট | Job Update |
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 ফুড সেফটি দপ্তরে (FSSAI) একগুচ্ছ পদে চাকরি
🎯 NCTE-র নামে সংশয় তৈরি আর নয়