রাজ্যের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে চাকরি, তিন ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে

CMOH Three Types Post Recruitment in Birbhum

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস অর্থাৎ চিফ মেডিকেল অফিসারের অফিসে চুক্তিভিত্তিক পদে কর্মী নিয়োগ চলছে। রাজ্যের যে কোনো জেলার বাসিন্দারা এখানে আবেদন করতে পারেন। এখানে মোট তিন ধরনের পোস্টে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি নিচে থেকে আপনি পরপর জানতে পারবেন। 

যে সকল পদে নিয়োগ হবে

এখানে মোট তিন ধরনের পোস্টে নিয়োগ করা হবে, এগুলি হল-

(1) মেডিক্যাল অফিসার জেনারেল ডিউটি (Medical Officer General Duty) 

(2) কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (Community Health Assistant-Urban) 

(3) স্টাফ নার্স (Staff Nurse) 

পোস্ট অনুযায়ী শূন্যপদের সংখ্যা

(1) Medical Officer General Duty পদের জন্য 6 টি শূন্যপদ আছে। এর মধ্যে 3 টি UR, 1টি SC, 1 টি ST, 1 টি OBC A পদ আছে।

(2) Community Health Assistant (Urban) পদের জন্য মোট 5 টি শূন্যপদ আছে। এর মধ্যে 3 টি UR, 1 টি SC, 1 টি ST পদ আছে।

(3) Staff Nurse পদে মোট 5 টি শূন্যপদ আছে। এর মধ্যে 3 টি UR, 1 টি SC, 1 টি ST পদ আছে।

শিক্ষাগত যোগ্যতা

(1) Medical Officer General Duty পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করে থাকতে হবে।

(2) Community Health Assistant পদের জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত কলেজ থেকে ANM বা GNM কোর্স পাশ করে থাকতে হবে। প্রার্থীদের বীরভূমের স্থায়ী বাসিন্দাও হতে হবে।

(3) Staff Nurse পদে আবেদন করার জন্য প্রার্থীদের GNM কোর্স পাশ করে থাকতে হবে।

বয়সসীমা

(1) Medical Officer General Duty পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ 62 বছরের মধ্যে হতে হবে।

(2) Community Health Assistant পদের জন্য প্রার্থীদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।

(3) Staff Nurse পদে আবেদন করতে গেলে প্রার্থীদের বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে।

বেতনক্রম

(1) Medical Officer General Duty পদে মাসিক 60,000 টাকা করে বেতন দেওয়া হবে।

(2) Community Health Assistant পদের জন্য প্রার্থীদের মাসিক 13,000 টাকা করে বেতন দেওয়া হবে।

(3) Staff Nurse পদের জন্য মাসিক 25,000 টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

এখানে আলাদাভাবে আবেদন করতে হবে না। নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে প্রার্থীদের। সাথে নিজের প্রয়োজনীয় সমস্ত নথি নিয়ে যেতে হবে।

ইন্টারভিউয়ের স্থান এবং তারিখ

CMOH Office, Suri, Birbhum এ আগামী 23.03.2023 তারিখে সকাল 11 টার সময় ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের উপস্থিত হতে হবে।

আবেদন মূল্য

আবেদন করার জন্য UR প্রার্থীদের 100 টাকা এবং সংরক্ষিত প্রার্থীদের 50 টাকা আবেদন মূল্য বাবদ অফলাইনে পে করতে হবে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির খরব 👇👇